ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শীর্ষেন্দুর পরিবারের ভূমি দস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০০:১৬, ২৪ জানুয়ারি ২০১৮

শীর্ষেন্দুর পরিবারের ভূমি দস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ সেই শীর্ষেন্দু বিশ্বাসের পরিবার ভূমি দস্যুদের কারনে তাদের নিজ বাড়ীতে যেতে পারছে না এবং ভয় ভিতি ও হুমকির মধ্যে দিনাতিপাত করছে। ২০১৬ সালে ৪র্থ শ্রেণীর ছাত্র শীর্ষেন্দু বিশ্বাস প্রধান মন্ত্রীর কাছে পায়রা নদীতে একটি সেতু নির্মানের দাবি জানিয়ে চিঠি দিয়েছিলেন এবং প্রধান মন্ত্রী তাকে সেতু নির্মানের বিষয়টি আশ্বস্ত করে জবাব দিয়েছিলেন। এবং ততকালীন সময় এই ঘটনাটি মিডিয়া জগতে আলোড়ন সৃষ্টি করেছিল। আজ বুধবার বেলা ১ টায় শশীর্ষেন্দুর মা শীলা রানী সন্নমত ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলণ করেছেন। এই এলাকার ভুমি দস্যু নামে পরিচিত পরিমল চন্দ্র মিস্ত্রী ও তার ভাই পরিক্ষীত চন্দ্র মিস্ত্রী কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামে শীলা রানী সন্নমতের পৈত্রিক সম্পত্তির ভুয়া কাগজপত্র দেখিয়ে ৩৩ শতাংশ জায়গা দখলের পায়তারা করছে। এদের ভয়ে এলাকার মানুষ মুখ খুলতে পারছে না। এরা মিথ্যা বানোয়াট কথা বলে মানুষকে বিভ্রান্ত করে চলেছে। এই পরিবারের লোকজনকে টয়লেট ব্যবহার ও করতে দিচ্ছে না। ভূমি দস্যুরা এই পরিবারেরই উপরেই নয় গ্রামের একাধিক নিরহ হিন্দু পরিবারের ভুয়া কাগজপত্র তৈরি করে তাদেরও বাড়ী ঘর দখল করার চেষ্টা করছে। সংবাদ সম্মেলন চলাকালে শীলা রানী সন্নমতের বাবা মুক্তিযোদ্ধা অবিনাস চন্দ্র সন্নমত কাকা শ্বশুর মুক্তিযোদ্ধা নির্মন চন্দ্র হাওলাদার ও সুখরঞ্জন হাওলাদার এবং ভাশুর ক্ষিতিস চন্দ্র সন্নমত উপস্থিত ছিলেন।
×