ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জোহানেসবার্গে লাঞ্চ বিরতিতে ভারতের রান ৪৫/২

প্রকাশিত: ২৩:৪১, ২৪ জানুয়ারি ২০১৮

জোহানেসবার্গে লাঞ্চ বিরতিতে ভারতের রান ৪৫/২

অনলাইন ডেস্ক ॥ অবশেষে তৃতীয় টেস্টে ভারতীয় দলে সুযোগ পেলেন অজিঙ্ক রাহানে। রোহিত শর্মার পরিবর্তে টিম ইন্ডিয়ার প্রথম এগারোয় সুযোগ পেলেন রাহানে। রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় দলে ফিরলেন ভুবনেশ্বর কুমারও। পর পর দু’টি টেস্টে ব্যাটিং বিপর্যয়ের পরেই বিভিন্ন মহল থেকে অজিঙ্ককে দলে ফেরানোর জন্য চাপ আসতে থাকে টিম ম্যানেজমেন্টের উপর। দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দেন গ্রেম স্মিথ-বীরেন্দ্র সহবাগের মতো প্রাক্তনীরাও। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগড়ে দেন সমর্থকরাও। ক্রমাগত চাপ এবং হোয়াইটওয়াশের আতঙ্কে ভোগা টিম ইন্ডিয়া তাই শেষ টেস্টে রাহানেকে খেলানোর সিদ্ধান্ত নিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে নিজেদের উপর বাড়তে থাকা চাপ থেকেই দলে রাহানেকে নেওয়ার তত্ব মানতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। টিম সূত্রে খবর, জোহানেসবার্গের উইকেটকে মাথায় রেখেই দলে ফেরানো হয়েছে অজিঙ্ককে। এখন দেখার প্রথম দুই টেস্টে সুযোগ না পাওয়া রাহানে কেমন পারফর্ম করেন। প্রথম সেশন শেষে ২৭ ওভারে ভারতের রান ৪৫/২। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×