ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরীক্ষা কেন্দ্র পুনঃবহালের দাবিতে মাদারীপুরে মানববন্ধন

প্রকাশিত: ২৩:১৭, ২৪ জানুয়ারি ২০১৮

পরীক্ষা কেন্দ্র পুনঃবহালের দাবিতে মাদারীপুরে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুর বঙ্গবন্ধ ‘ল’ কলেজ থেকে পরীক্ষা কেন্দ্র স্থানান্তর করার প্রতিবাদ ও কেন্দ্র পুনঃবহালের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১১টায় মাদারীপুর প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন করেন বঙ্গবন্ধু ‘ল’ কলেজের শিক্ষার্থী ও অভিবাবকরা। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে মাদারীপুরে বঙ্গবন্ধু ‘ল’ কলেজের শিক্ষার্থীরা সরকারী নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে এলএলবি পরীক্ষা দিয়ে আসছেন। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে কেন্দ্রটি পরিবর্তন করে বরিশাল বিভাগের বি.এম কলেজে নেয়া হয়। এতে এই কলেজের আওতাধীন মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীরা বিপাকে পড়ে। তারই প্রতিবাদে মানববন্ধন শেষে মাদারীপুর জেলা প্রশাসকের কাছে পুনরায় কেন্দ্র বহালের দাবীতে স্মারকলিপি পেশ করা হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোজী ইসলাম, সুফিয়া রহমান, সাগর তামিম, সায়লা আক্তার, সাফা করিম, মাহবুব আলম, মেহেদী হাসান প্রমুখ। এ সময় বক্তারা কেন্দ্র পুনর্বহাল না করা হলে পরবর্তীতে বৃহৎ আন্দোলনের কর্মসুচি ঘোষণা করা হবে।
×