ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভোলায় উদ্বোধন হল দক্ষিণ এশিয়ার উচ্চতম ‘জ্যাকব টাওয়ার’

প্রকাশিত: ২৩:০৫, ২৪ জানুয়ারি ২০১৮

ভোলায় উদ্বোধন হল দক্ষিণ এশিয়ার  উচ্চতম ‘জ্যাকব টাওয়ার’

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলার সর্বদক্ষিণের চরফ্যাসন উপজেলায় দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ওয়াচটাওয়ার উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। আজ দুপুর ২টায় এই জ্যাকব টাওয়ার উদ্বোধনের মধ্য দিয়ে দেশের পর্যটন শিল্পে নতুন এক মাইল ফলক স্থাপিত হল। উদ্বোধনের পরপর রাষ্ট্রপতি জ্যাকব টাওয়ার পরিদর্শন করেন। ১৭ তলা বিশিষ্ট ২২৫ ফুট উচ্চতার এই টাওয়ার উদ্বোধন উপলক্ষে চরফ্যাশন উৎসবের শহরের পরিণত হয়েছে। এই টাওয়ারের স্বপ্নদ্রষ্টা ভোলা-৪ আসনের সংসদ সদস্য পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব এর নামে ওই ওয়াচটাওয়ারের নাম করণ করা হয়েছে ‘জ্যাকব টাওয়ার’। রাষ্ট্রপতি আবদুল হামিদ এর আগমনে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। ব্যানার, ফেস্টুন, তোরণ ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে গোটা এলাকা। ‘জ্যাকব টাওয়ার’ উদ্বোধনের সময় রাষ্ট্রপতির সাথে উপস্থিত ছিলেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন , ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, কিশোরগঞ্জে-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন। পরে রাষ্ট্রপতি চরফ্যাসন সরকারি টিবি স্কুল মাঠে এক সুধী সমাবেশে অংশ গ্রহণ করেন। সুধী সমাবেশে যোগ দিতে সকাল থেকে চরফ্যাসন উপজেলা শহরের সরকারি ট্যাফনাল ব্যারেট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (টিবি স্কুল) মাঠে জনতার ভীর বাড়তে থাকে। বেলা বাড়ার সাথে সাথে ওই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
×