ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ২

প্রকাশিত: ২০:১৬, ২৪ জানুয়ারি ২০১৮

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ২

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রে এক কিশোর কেনটাকি হাই স্কুলে প্রবেশ করে মঙ্গলবার সকালে এলোপাতাড়ি গুলি চালায়। এতে স্কুলের দুই শিক্ষার্থী নিহত ও আরো ১৮জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের একের পর এক ঘটে যাওয়া হামলার ক্ষেত্রে এটি সর্বশেষ বন্দুক হামলার ঘটনা। অজ্ঞাতনামা হামলাকারীর বয়স ১৫ বছর। হামলার অভিযোগে সে এখন পুলিশের হেফাজতে রয়েছে। কেনটাকির পশ্চিমাঞ্চলীয় ছোট শহর বেন্টনের মার্শাল কাউন্টি হাই স্কুলে এই হামলা চালানো হয়। কেনটাকির গভর্নর ম্যাট বেভিন জানান, বন্দুকের গুলির আঘাতে একই বয়সী দুই শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। এছাড়া এই ঘটনায় ১৮ জন আহত হয়েছে। এদের মধ্যে ১২ জন গুলিতে আহত হয়। বেভিন আরো জানান, সন্দেহভাজন হামলাকারীকে আটকের সময় সে বাধা দেয়নি। তার বিরুদ্ধে দুটি হত্যা ও আরো বেশ কয়েকজনকে হত্যা প্রচেষ্টার অভিযোগ আনা হবে।
×