ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ইউসুফ হত্যায় জড়িত সন্দেহে আটক ২

প্রকাশিত: ১৯:৪৮, ২৪ জানুয়ারি ২০১৮

রোহিঙ্গা ইউসুফ হত্যায় জড়িত সন্দেহে আটক ২

অনলাইন ডেস্ক ॥ কক্সবাজারে রোহিঙ্গা ইউসুফ হত্যায় জড়িত সন্দেহে দুইজনকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। বুধবার ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজার এলাকা থেকে তাদের আটক হয়। এরা হলেন, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুর মোহাম্মদ (৩০) ও আতাউর রহিম (১৬)। গত ১৯ জানুয়ারি পালংখালীর তানজিমার ঘোনা রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা ও ক্যাম্পের ওই ব্লকের মাঝি (নেতা) মোহাম্মদ ইউসুফ গুলিবিদ্ধ হয়ে মারা যান। ইউসুফকে গুলির ঘটনায় ‘একদল রোহিঙ্গা’ জড়িত বলে ঘটনার দিন স্থানীয়দের বরাতে জানিয়েছিল উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের। র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন জানান, রোহিঙ্গা ইউসুফ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারে বিভিন্ন এলাকায় র্যাবের নজরদারি ছিল। গোপন সংবাদে র্যাবের একটি দল দুইটি ধারালো কিরিচসহ ওই জনকে আটক করে। আটকদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হবে বলে তিনি।
×