ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিশুকন্যাসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ০৭:৫৫, ২৪ জানুয়ারি ২০১৮

শিশুকন্যাসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সবুজবাগের আহম্মদবাগ টিনশেড কলোনি থেকে মা সান্ত¡না আক্তার (২৬) ও তার দুই বছরের শিশুকন্যা মাহফুজার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। এদিকে, শেরেবাংলানগরে এক অটোচালককে হত্যার দায়ে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। সবুজবাগ পুলিশ জানায়, শিশুকন্যাকে এক ওড়না পেঁচিয়ে সান্ত¡না আত্মহত্যা করে থাকতে পারে। ঘটনার পর নিহতের স্বামী মামুন মিয়া (৩০) ও শ্যালিকা স্বর্ণাকে (২০) আটক করা হয়েছে। পুলিশ জানায়, দুই দিন আগে প্রেমের টানে শ্যালিকা স্বর্ণাকে নিয়ে পালিয়ে যায় মামুন। নিহতের পরিবার জানায়, চার বছর আগে সান্ত¡নার সঙ্গে মামুন মিয়ার বিয়ে হয়। বিয়ের পর তারা সবুজবাগ থানাধীন আহম্মদবাগ এলাকার ৩৬/৩/সি নম্বরে এক রুম ভাড়া নিয়ে থাকতে থাকে। সংসারজীবনে তাদের মহফুজা নামে দুই বছরের এক শিশু রয়েছে। স্থানীয়রা জানান, সান্ত¡নার স্বামী মামুন স্থানীয় ডিশ সংযোগ প্রতিষ্ঠানের কর্মী। একই রুমে থাকতেন সান্ত¡নার ছোট বোন স্বর্ণা। এ সুযোগে সান্ত¡নার বোনের সঙ্গে স্বামীর মামুনের প্রেমের সম্পর্ক গড় ওঠে। দু’দিন আগে সান্ত¡নার ছোট বোনকে নিয়ে স্বামী মামুন পালিয়ে যায়। এটি জানার পর সান্ত¡না তার শিশুকন্যা ও মাহফুজা নিজে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে থাকতে পারেন। বিকেলে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা থানার চন্দ্রপুর গ্রামে। অটোচালক হত্যা, দু’জন গ্রেফতার ॥ রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সিএনজি অটোচালক ইস্কান্দার হাওলাদারকে হত্যার ঘটনায় মোঃ লিটন (৪৫) ও মোঃ জসিম (২৮) দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরি করা সিএনজি উদ্ধার করা হয়। সোমবার গভীর রাতে রাজধানীর শাহআলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় ১৪ জানুয়ারি শেরেবাংলা নগর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়। ক্লুলেস মামলা হওয়ায় তা ডিবিতে হস্তান্তর করা হয়।
×