ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিএনপি নেতা তৈমুর আলম গ্রেফতার

প্রকাশিত: ০৬:০১, ২৪ জানুয়ারি ২০১৮

বিএনপি নেতা তৈমুর আলম গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের আদালত পাড়া (চাঁনমারি) এলাকা থেকে একটি অস্ত্র ও বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার করা হয়। এ সময় তিনি আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার চালাচ্ছিলেন। অন্যদিকে পুলিশ বলেছে তার নামে গ্রেফতারি পরোয়ানা ছিল। তৈমুরের ঘনিষ্ঠ সূত্র জানায়, তার নামে অসংখ্য মামলা রয়েছে যা বর্তমান ও বিগত মহাজোট সরকারের আমলে দায়ের করা হয়। তিনি মামলায় হাজিরা দিতে আদালতে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় বিএনপি নেতাকর্মী ও বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন আহত হয়। তৈমুর আলমকে গ্রেফতারের পর তাকে ফতুল্লা মডেল থানায় নিয়ে যাওয়া হয়। এরপর বিকেলে নারায়ণগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিনের আদালতে হাজির করা হলে তৈমুর আলমের আইনজীবীরা তার জামিন প্রার্থনা করেন। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। বিএনপি নেতা শাখাওয়াত হোসেন জানান, আইনজীবীদের নির্বাচনের প্রচারের সময় তৈমুর আলম খন্দকারকে উদ্দেশ্যমূলকভাবে গ্রেফতার করা হয়েছে। তারা নির্বাচনকে প্রভাবিত করতে এ ঘটনা ঘটিয়েছে। বিএনপির নেতাকর্মীরা তাৎক্ষণিক আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে তারা তৈমুর আলম খন্দকারের গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানান। এদিকে তৈমুর আলম খন্দকারের গ্রেফতারের নিন্দা জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমদ।
×