ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেয়েকে নিজের এপিএস নিয়োগ দিলেন শিক্ষা প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫০, ২৪ জানুয়ারি ২০১৮

মেয়েকে নিজের এপিএস নিয়োগ দিলেন শিক্ষা প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ মেয়ে বেগম কানিজ ফাতেমা চৈতীকে নিজের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী (মাদ্রাসা ও কারিগরি বিভাগ) কাজী কেরামত আলী। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপির অভিপ্রায় অনুসারে বেগম কানিজ ফাতেমা (চৈতী), পিতা কাজী কেরামত আলী, মাতা রেবেকা সুলতানাকে প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হলো। প্রজ্ঞাপনে কানিজ ফাতেমার বর্তমান ঠিকানা উল্লেখ করা হয় নিকুঞ্জ-১, ঢাকা। আর স্থানীয় ঠিকানা রাজবাড়ী সদরের সজ্জনকান্দা। প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রতিমন্ত্রী যতদিন এ পদ অলঙ্কৃত করবেন অথবা বেগম কানিজ ফাতেমাকে ওই পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে। গত ২ জানুয়ারি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন কাজী কেরামত আলী। কানিজ ফাতেমা চৈতী জেট এয়ারওয়েজে সেলস এ্যান্ড মার্কেটিং কো-অর্ডিনেটর পদে চাকরি করতেন। তিনি ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে এলএলএম ডিগ্রী অর্জনের পূর্বে লন্ডন ইউনিভার্সিটির এক্সটারনাল প্রোগ্রামের আওতায় ভূঁইয়া একাডেমি থেকে এলএলবি অনার্স ডিগ্রী, ধানম-ি টিউটোরিয়াল স্কুল থেকে ও লেভেল এবং এ লেভেল পাস করেন।
×