ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজনৈতিক হিসাব কষে দেখছে ডেমোক্র্যাটরা

প্রকাশিত: ০৩:৩৮, ২৪ জানুয়ারি ২০১৮

রাজনৈতিক হিসাব কষে দেখছে ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রে শাটডাউন ইস্যুতে রিপাবলিকানদের সঙ্গে সমঝোতা করার পর ডেমোক্র্যাটরা এখন রাজনৈতিক দিকগুলো মূল্যায়ন করছে। ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সিনেটর জো মানচিন প্রশ্ন রেখেছেন, ‘সরকারের কাজকর্ম বন্ধ করে দেয়া কি আমাদের জন্য উচিত হবে’। জবাব হলো ‘না’। শাটডাউন নিয়ে সরকারের সঙ্গে অচলাবস্থা কাটাতে তিনি দলের পক্ষে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। নিউইয়র্ক টাইমস। সিনেটে নতুন ফেডারেল ব্যয় বিল পাস না হওয়ায় শুক্রবার মধ্যরাত থেকে শাটডাউন শুরু হয়। এর ফলে আইন প্রয়োগকারী সংস্থার মতো জরুরী বিভাগগুলো ছাড়া সব সরকারী কাজকর্ম বন্ধ হয়ে যায়। তবে দুই পক্ষের মধ্যে সমঝোতার পর শেষ পর্যন্ত অচলাবস্থা কেটেছে। কাজে যোগ দিয়েছেন হাজার হাজার ফেডারেল কর্মী। ডেমোক্র্যাটরা চাচ্ছেন ‘ড্রিমার্স’ নামে পরিচিত যেসব অভিবাসী শৈশবে তাদের অনিবন্ধিত বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে গিয়েছে তাদের বিষয়টি বিলের মধ্যে অন্তর্ভুক্ত রাখতে। কিন্তু ট্রাম্পসহ রিপাবলিকানরা তাদের এই উদ্যোগের বিরোধিতা করেছেন। তাই ডেমোক্র্যাটরাও ব্যয় বিলে সমর্থন দেয়নি। তবে শেষ পর্যন্ত ডেমোক্র্যাটরা ড্রিমার্স ইস্যুতে পিছুটান দেন। বিশেষ করে দলের শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে তাদের অবস্থান নমনীয় করে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় গৃহীত ডেফার্ড এ্যাকশন চাইল্ডহুড এ্যারাইভাল কর্মসূচীর (ডাকা প্রোগ্রাম) প্রায় ৭ লাখ ড্রিমার্স এ সুবিধা ভোগ করে আসছিল। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তিনি পূর্বসূরির এ পদক্ষেপ বাতিল করেছেন। তিনি ড্রিমার্সদের অন্যান্য অভিবাসীরা যে আইনের আওতায় আছে সেই একই আইনের আওতায় আনতে চান। ডেমোক্র্যাট শীর্ষ নেতৃত্ব মনে করে ডাকা প্রোগ্রাম নিয়ে অনিবন্ধিত অভিবাসীদের প্রতি বেশি সহানুভূতি দেখিয়ে তারা রাজনৈতিক ভুল করেছেন। তবে নবেম্বরে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের এখনও অনেক বাকি। তারা আশা করছেন ভোটারদের মন থেকে বিষয়টি মুছে যাওয়ার মতো যথেষ্ট সময় পাওয়া যাবে। ডেমোক্র্যাটরা ব্যয় বরাদ্দ বিলে সমর্থন দেয়ার বিনিময়ে কেন্টাকি থেকে নির্বাচিত সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা রিপাবলিকান দলের মিচ ম্যাককোনেলের কাছ থেকে অভিবাসী ইস্যুতে বিস্তারিত আলোচনার সুযোগ পাওয়ার প্রতিশ্রুতি আদায় করেছেন। তবে শাটডাউন অবসানে ট্রাম্প প্রশাসনকে সহযোগিতা করে ডেমোক্র্যাট নেতৃবৃন্দ দলের বাম ঘেঁষা অংশকে অসন্তুষ্ট করেছেন। অভিবাসন অধিকার কর্মীরা নিউইয়র্ক থেকে নির্বাচিত ডেমোক্র্যাটিক দলীয় সিনেটর চাক শুমেকারের ওপর ক্ষেপেছেন। ইনডিভিসিবল নামে একটি অধিকার গ্রুপের সহ নির্বাহী এজরা লেভিন বলছেন, ‘এটি নৈতিকভাবে নিন্দনীয় একটি সুবিধাবাদী রাজনৈতিক পদক্ষেপ।’ অরেগন থেকে নির্বাচিত ডেমোক্র্যাটিক দলীয় সিনেটর জেফ মার্কলে বলেন, ‘নেতা হিসেবে ম্যাককোনেলের প্রতিশ্রুতি রক্ষার রেকর্ড ভাল নয়।’ বিশ্লেষকরা বলছেন, রিপাবলিকানদের সঙ্গে সমঝোতার জেরে শুমেকার দলের প্রগতিশীল অংশের তোপের মুখে পড়তে পারেন।
×