ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে ব্যবসায়ীদের ধর্মঘট

প্রকাশিত: ০৩:৩৩, ২৩ জানুয়ারি ২০১৮

হবিগঞ্জে ব্যবসায়ীদের ধর্মঘট

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ শহরে একের পর এক দোকানপাটে চুরি ও লাখ লাখ টাকার মালামাল লুটের ঘটনা সহ নানা অপরাধ বৃদ্ধি পেয়ে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটার অভিযোগ এনে মঙ্গলবার ধর্মঘট, সড়ক অবরোধ ও সমাবেশ করেছে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এদিকে সংশ্লিষ্ট ঘটনাগুলোর সাথে জড়িতদের গ্রেফতার ও ব্যবসা বানিজ্যের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি না করা পর্যন্ত এই অবরোধ অনিদিষ্টকালের জন্য চলবে বলেও সংশ্লিষ্ট কর্মসূচী চলাকালে ঘোষনা দিয়েছে ব্যবসায়ী নের্তৃবৃন্দ। জানা যায়, ব্যবসায়ীদের অন্যতম বৃহৎ সংগঠন ব্যবসায়ী কল্যান সমিতি (ব্যাকস) এর সাংগঠনিক সম্পাদক মামুন মিয়ার টেলিকম দোকান সহ আরও কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে সম্প্রতি সিরিজ চুরির ঘটনা ঘটে। ব্যবসায়ীদের অভিযোগ, একের পর এক এমন দুঃসাহসিক ঘটনা ঘটলেও তা বন্ধে পুলিশ আন্তরিক নয়। ফলে ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতার কথা ভেবেই এসবের প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১ টা থেকে হবিগঞ্জ শহরের প্রধান সড়কস্থ মোহন সিনেমা হল সড়কে সকল দোকান পাট বন্ধ করে ধর্মঘট শুরু করেন ব্যবসায়ীরা। একপর্যায়ে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে। এসময় যানবাহন চলাচল বন্ধের পাশাপাশি পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটে। সড়ক অবরোধ করে আইন শৃংখলা পরিস্থিতি উন্নতি ও সংঘটিত ঘটনাগুলোর সাথে জড়িতদের গ্রেফতারের দাবীতে ব্যবসায়ীরা মহুমুহু শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে। এদিকে এই কর্মসূচী চলাকালে ব্যাকসের সভাপতি মোঃ সামছুল হুদা, মীর জিলানুনবী ফয়সল সহ অন্যান্য নের্তৃবৃন্দ প্রতিটি চুরির ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ব্যবসা-বানিজ্যের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবী জানান। অন্যথায় এই কর্মসূচী অনিদিষ্টকালের জন্য চলবে বলে ঘোষনা দেন।
×