ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে॥ হাওলাদার

প্রকাশিত: ০২:১৮, ২৩ জানুয়ারি ২০১৮

নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে॥ হাওলাদার

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন, বিগত সময়ে এক দল ক্ষমতায় থাকায় মানুষ লাশ হয়েছে। এখন যারা দেশ শাসন করছে তাদের কারণে হত্যা গুম, নারী ধর্ষণ, মারামারি-হানাহানি চলছে। ইতিহাস কাউকে ক্ষমা করেনা। দু’দলের ক্ষমতায় থাকা আর ক্ষমতায় যাওয়া নিয়ে নিরাপত্তাহীনতা ও সংশয় দেখা দিয়েছে। জনগণের মনে এরশাদ সরকারের স্বর্ণালী যুগের কথা বারবার স্মরণ করিয়ে দেয়। জাতীয় পার্টির উপর মানুষের আস্থা বেড়ে গেছে। অনেকে বলে জাতীয় পার্টি ছাড়া কেউ সরকার গঠন করতে পারবেনা। মহাসচিব বলেন- ১৫ ফেব্রুয়ারি মহাসমাবেশ জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ অধ্যায়। আগামী নির্বাচনকে সামনে রেখে সংগঠন করা, সংগঠনকে সুসংগঠিত করা এবং শক্তিশালী করা আপনাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। রংপুর নির্বাচনের মতই আমাদের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখতে পারলে আমরা ক্ষমতায় যাব। মঙ্গলবার দলের চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে সম্পাদক মন্ডলীর মতবিনিময় সভায় মহাসচিব এসব কথা বলেন। মহাসচিব বলেন- দ্রব্যমুল্যের উর্ধ্বগতি, চালের দাম ৬০টাকা কেজি, পেঁয়াজ ৯০টাকা, তেলের দাম ১২০টাকা সবকিছুই সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার বাইরে। জাতীয় পার্টি সরকারের আমলে সব কিছুই ছিল সহনীয় পর্যায়। চালের দাম ছিল ১২-১৫ টাকা, তেলের দাম ছিল ৩০-৩৫ টাকা, প্রেট্রোলের দাম ৫-৭ টাকা ছিল। হাওলাদার আরো বলেন- আমরা বিশ্বাস করি সরকার আসবে এবং যাবে গণতান্ত্রিক নিয়মে। জাতীয় পার্টি লাশের রাজনীতি করেনা, গুম, হত্যা, ধর্ষণের রাজনীতি করেনা। আমরা গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করি। সাংগঠনিক বিষয়ে তিনি বলেন- আমাদের মহিলা নেতৃত্ব শক্তিশালী হবে এবং নতুন কিছু সৃষ্টি করতে হবে। ওয়ার্ড কমিটি, থানা কমিটি, উপজেলা কমিটি, জেলা কমিটি সাংগঠনিক ভাবে শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। সকলে মিলে মিশে সংগঠন করলে সুসংগঠিত ও শক্তিশালী হওয়া যায়। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মীর আবদুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূইয়া, গোলাম মোহাম্মদ রাজু, শফিকুল ইসলাম মধু, মোস্তাকুর রহমান মোস্তাক, আশরাফ সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন মানিক, ইয়াহইয়া চৌধুরী এমপি, দিদারুল কবির দিদার, জহিরুল আলম রুবেল, ডা: সেলিমা খান ।
×