ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বরিশালে শিক্ষকদের ক্লাস বর্জন বিপাকে শিক্ষার্থীরা

প্রকাশিত: ০১:৫২, ২৩ জানুয়ারি ২০১৮

বরিশালে শিক্ষকদের ক্লাস বর্জন বিপাকে শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবীতে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মঘট শুরু হয়েছে। যার কারণে মঙ্গলবার সকাল থেকে ক্লাস বর্জন করেছে শিক্ষকরা। ফলে বরিশাল বিভাগের দুই হাজার তিনশ’ বেসরকারী স্কুল, কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরেছে চরম বিপাকে। অপরদিকে চলমান কর্মসূচীর তৃতীয় দিনে সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বিভাগীয় শিক্ষক সমিতি। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিভাগীয় সংগ্রাম কমিটির সমন্বয়ক অধ্যাপক মহসিন উল-ইসলাম জানান, ৭২ সালের সংবিধানে উল্লেখিত রয়েছে সকল শিক্ষা জাতীয়করণের। এই বিষয়টি কোন সরকার বাস্তবায়ন করেনি। যার কারণে তারা বাধ্য হয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ধর্মঘটে যেতে এবং তাদের দাবী না মানা পর্যন্ত এই কর্মসূচী অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আন্দোলনের কর্মসূচী অনুযায়ী ২৪ জানুয়ারী রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও পেশাজীবীদের সাথে মতবিনিময়, ২৫ জানুয়ারী সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় এবং ২৭ জানুয়ারী সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে সভার আয়োজন করা হয়েছে। এদিকে ধর্মঘট চলাকালীন নগরীর একে স্কুলে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা ক্লাশে এসে শিক্ষকদের না পেয়ে ফিরে গেছে। বছরের শুরুতে ক্লাশ না হওয়ায় বছরের শেষে গিয়ে অতিরিক্ত চাঁপ পরতে পারে বলে আশংকা করছেন অভিভাবকরা। ক্লাশ বন্ধ থাকায় চরম বিপাকে পরেছে এসএসসি পরীক্ষার্থীরা।
×