ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পাকুন্দিয়ায় হঠাৎ অসুস্থ হয়ে ৭ স্কুলছাত্রী হাসপাতালে

প্রকাশিত: ০০:৫৩, ২৩ জানুয়ারি ২০১৮

পাকুন্দিয়ায় হঠাৎ অসুস্থ হয়ে ৭ স্কুলছাত্রী হাসপাতালে

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জেলার পাকুন্দিয়ায় বিদ্যালয়ে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে ৭ স্কুলছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে। পাকুন্দিয়া পাইলট আদর্শ মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হাসপাতালে ভর্তিকৃতরা হলো-৮ম শ্রেণীর ছাত্রী তন্বী, সেবা, লামিয়া, ঐশি ও মিমি, ৯ম শ্রেণীর ইথেলা ও ৭ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া বিদ্যালয়ের ১ম ঘণ্টার ক্লাশের পরপরই এ ঘটনা ঘটে। এতে বিদ্যালয়ের অন্যান্য ছাত্রীদের মাঝে একধরনের ভীতি ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্টরা জানায়, বিদ্যালয়ের ১ম ঘণ্টা শেষে ৮ম শ্রেণীর ছাত্রী লামিয়া শ্রেণীকক্ষে হঠাৎ মাথাঘুরে পড়ে যায়। তাকে দুই সহপাঠী সেবা ও তন্বী স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। হাসপাতাল থেকে বিদ্যালয়ে ফিরে ওই দুই শিক্ষার্থীও অসুস্থ হয়ে পড়ে। পরে এই দুই শিক্ষার্থীকেও হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ৮ম শ্রেণীর আরো দুই ছাত্রী ঐশি ও মিমি, ৯ম শ্রেণীর ইথেলা এবং ৭ম শ্রেণীর সুমাইয়া একইভাবে অসুস্থ হয়ে পড়লে তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহমদ মানিকসহ অন্যান্য শিক্ষকম-লী হাসপাতালে ছুটে গিয়ে শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন। এ ব্যাপারে হাসপাতালের কর্তব্যরত ডাঃ শরীফুল ইসলাম সাংবাদিকদের জানান, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটিকে ‘ম্যাস সাইকোজেনিক ইলনেস’ বলা হয়ে থাকে। এটি একধরনের মানসিক সংক্রমণ। একজনের হলে ভয়ে অন্যদের মধ্যেও এটি সংক্রমিত হতে থাকে। হাসপাতালে ভর্তি ৭ শিক্ষার্থীকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ছাত্রীরা আশঙ্কামুক্ত বলেও তিনি জানিয়েছেন।
×