ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক বিষয়ক শিক্ষক প্রয়োজন

প্রকাশিত: ২৩:০৩, ২৩ জানুয়ারি ২০১৮

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক বিষয়ক শিক্ষক প্রয়োজন

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ দেশিও কৃষ্টি ও সাংস্কৃতি ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক বিষয়ক শিক্ষক নিয়োগের জন্য সরকারের সংশ্লিষ্টদের কাছে আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ আসম ফিরোজ। মঙ্গলবার বেলা সারে ১১টার দিকে “খুঁজছে তোমায়-নন্দীত বাউফল” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এ কথা বলেন। চিফ হুইপ আরও বলেন, দেশের সাংস্কৃতি গ্রাস করছে বিদেশি বাংলা চ্যানেল গুলো। স্টার জলসা, জি-বাংলা ও জি সিনেমার প্রতি আমাদের পরিবারের মা বোনদের আশক্তি বেড়ে গেছে। এ সময় তিনি উপস্থিত নারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা এসব বিদেশি চ্যানেল দেখবেননা। এরা গঠন মূলক কোন শিক্ষা দেয় না। তাই আপনারা বিটিভিসহ দেশী চ্যানেল দেখুন। এসব চ্যানেলে সরকারে উন্নয়মূলক কর্মকান্ড প্রচারিত হয়। উল্লেখ্য মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদেরসহ শিক্ষা কার্যক্রমের আওয়াতায় উপজেলা পরিষদের আয়োজনে খুঁজছে তোমায় নন্দীত বাউফল নামের পক্ষকাল ব্যাপী একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার চারটি ভেনু থেকে উঠে আসা ৬৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬০টি মাদরাসা শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন অনুকরনে বক্তব্য, লোক নিত্য, উচ্চাঙ্গ নিত্য, কৌতুক, অভিনয়, দেশাত্ববোধক গানসহ দেশের গ্রামীন কৃষ্টি-কালচার ও ঐতিহ্য তুলে ধরে ২৯টি ইভেন্টে অংশ নিয়েছে হাজার শির্ক্ষার্থী। এদের মধ্যে বিজয়ী ৩০৪জন শিক্ষার্থীকে মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতা স্মৃতি স্তম্ব ও মুক্তিযোদ্ধা মঞ্চে উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমানের সভাপতিত্বে অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানটির সার্বিক ব্যাবস্থপনায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ্ আল মাহমুদ জামান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোতালেব হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের অধ্যক্ষ মমতাজ বেগমসহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগন।
×