ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোচিং ও গাইড বই নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২২:৪২, ২৩ জানুয়ারি ২০১৮

কোচিং ও গাইড বই নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ শিক্ষার নামে কোচিং সেন্টার, গাইড বই ও নোট বইয়ের ব্যবসা বন্ধের দাবিতে মঙ্গলবার নেত্রকোনা জেলা সদরে বিক্ষোভ মানববন্ধন ও সমাবেশ হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) যৌথ উদ্যোগে শহরের পুরাতন কালেক্টরেটের সামনে এ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেগম রোকেয়া, সাধারণ সম্পাদক আলী আমজাদ খান, মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, আইয়ুব আলী, সিংহেরবাংলা ইউপির চেয়ারম্যান আব্দুর রহিম, অধ্যক্ষ গোলাম মোস্তফা, উদীচীর কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান, নাট্যকার আহমেদ সিদ্দিকী, নিগার সুলতানা, সুমাইয়া আক্তার, আরিফা আক্তার, আলমগীর হোসেন, উম্মে হাবিবা জাহান প্রমুখ। বক্তারা কোচিং, গাইড বই ও নোট বইয়ের ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানান।
×