ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফখরুলের হুমকি আর কাজে আসবে না

প্রকাশিত: ২২:০৪, ২৩ জানুয়ারি ২০১৮

ফখরুলের হুমকি আর কাজে আসবে না

অনলাইন রির্পোটার ॥ বিরোধী নেতাকর্মীদের কারাগারে রেখে দেশে কোনো ভোট হবে না বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া হুঁশিয়ারি আর কাজে আসবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ। মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, ‘নেতাকর্মীদের কারাগারে রেখে মির্জা ফখরুল নাকি নির্বাচনে যাবেন না; আমি বলব আপনাদের হুমকি আর কাজে আসবে না।’ এর আগে জাতীয়তাবাদী মহিলা দলের এক অনুষ্ঠানে সোমবার মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে প্রায় ৭৮ হাজার মামলা করা হয়েছে বিরোধী দলের নেতা-কর্মীর বিরুদ্ধে, প্রায় সাড়ে ৭ লক্ষ আসামি করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমাদের খুব পরিষ্কার কথা- এসব মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদেরকে কারাগারে রেখে, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কোনো নির্বাচন এখানে হবে না। এসব মামলা প্রত্যাহার করতে হবে।’ এর প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ বলেন, ‘২০১৩, ১৪, ১৫ সালে বিএনপির বিষ দাঁত দেশের জনগণ ভেঙে দিয়েছে। এখন বিএনপি শুধুই বিষদাঁতবিহীন বিষাক্ত শাপ। তাদের হুমকি আর কাজে আসবে না।’ তবে বিএনপি নির্বাচনকালীন সরকারের রূপরেখা দিলেও সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ। স্বাধীনতা পরিষদ নামের একটি সংগঠন আয়োজিত এ আলোচনা সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা বক্তব্য রাখেন।
×