ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন রেকর্ড করলেন তামিম ॥ সাকিব আউট ৫১ রানে

প্রকাশিত: ২১:১০, ২৩ জানুয়ারি ২০১৮

নতুন রেকর্ড করলেন তামিম ॥ সাকিব আউট ৫১ রানে

অনলাইন রিপোর্টার ॥ আজকের ম্যাচে আবার তামিম একটি নতুন রেকর্ড করলেন আর সাকিব আউট হলেন ৫১ রানে। বাংলাদেশের প্রথম উইকেট পড়ে ৬ রানে। এর পর তামিম-সাকিবের ব্যাটে শুরুর ধাক্কা কাটিয়ে গড়ে ১০৬ রানের জুটি। সাকিব যখন আউট হয়ে তখন বাংলাদেশের রান ১১২। ২৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১০১ রান। সনাথ জয়াসুরিয়াকে ছাড়িয়ে এক মাঠে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তামিম ইকবাল। কলম্বোর আর প্রেমাদাসায় ৭০ ইনিংসে ২ হাজার ৫১৪ রান করেছিলেন জয়াসুরিয়া। লঙ্কান গ্রেটের রেকর্ড কেড়ে নিতে ৪২ রান দরকার ছিল তামিমের। ২৪তম ওভারে একটি সিঙ্গেল নিয়ে জয়াসুরিয়াকে ছাড়িয়ে যান বাঁহাতি এই ওপেনার। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রেকর্ড নিজের করে তার লেগেছে ৭৩ ইনিংস। প্রথম দুই ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেওয়া বাংলাদেশ এ দিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফিরে যান এনামুল বিজয়। কাইল জার্ভিসের ভেতরে ঢোকা বল ব্যাটের কানা ফাঁকি দিয়ে প্যাডে লাগলে আম্পায়ার এলবিডাব্লিউ দেন। ৩১ ওভার শেষে বাংলাদেশের রান ১৩৮। এই সময় তামিম ৬১ ও মুশফিক ১৪ রানে ব্যাটিং করছেন।
×