ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরার তিন পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থার নির্দেশ

প্রকাশিত: ২১:০৬, ২৩ জানুয়ারি ২০১৮

সাতক্ষীরার তিন পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থার নির্দেশ

অনলাইন ডেস্ক ॥ সাতক্ষীরার কুখরালীর শেখ মোখলেছুর রহমান জনির নিখোঁজ হওয়ার ঘটনায় জিডি না নেওয়া এবং কর্তব্যে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এই তিন পুলিশ সদস্য হলেন- সদর থানার সাবেক ওসি মো. এমদাদুল হক শেখ, বর্তমান ওসি ফিরোজ হোসেন মোল্লা ও উপপরিদর্শক এসআই হিমেল হোসেন। আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) করা তদন্ত প্রতিবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল-হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়। আদেশে বলা হয়, নিখোঁজ জনির স্ত্রী জেসমিন নাহার এ ঘটনায় থানায় জিডি করতে চাইলে পুলিশকে তা নিতে হবে। এ ঘটনায় তিনি আদালতে নালিশি মামলাও করতে পারবেন। রাষ্ট্রপক্ষে আদালতে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। জনির পরিবারকে আইনি সহায়তা দানকারী আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে ছিলেন সাগুফতা তাবাসসুম।
×