ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কালো হীরের তৈরি বিশ্বের সবচেয়ে দামী নেল পালিশ

প্রকাশিত: ১৯:১২, ২৩ জানুয়ারি ২০১৮

কালো হীরের তৈরি বিশ্বের সবচেয়ে দামী নেল পালিশ

অনলাইন ডেস্ক ॥ প্রচুর থাকলে সেটা কীভাবে খরচ করা যায় ভেবে পান না অনেকেই। কেউ প্যারিসে কিংবা সুইজারল্যান্ডে বেড়াতে যান, আবার কেউ লাসবহুল বিমানে ভ্রমণ শুরু করেন। তবে কখনো শুনেছেন কি একটি নেল পালিশ কিনতে গেলে কোটি টাকা দরকার? হ্যাঁ, এই নেইল পালিশ কিনতে হলে আপনাকে খরচ করতে হবে ১ কোটি ৬৩ লক্ষ ৬৬,০০০ টাকা। তবে এর কারণটাও যর্থার্থ। এতে রয়েছে আসল হীরে। ব্ল্যাক ডায়মন্ড। হ্যাঁ, কালো হীরে দিয়েই তৈরি ২৬৭ ক্যারাটের এই নেল পেন্ট। লস অ্যাঞ্জেলসের অ্যাজেচার নামে এক গয়নার সংস্থা তৈরি করেছে এই নেল পালিশ। এতে রয়েছে ১৪.৭ মিলিলিটার পেন্ট। এ ব্যাপারে সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই এই চিন্তাভাবনা ছিল যে নখেও ব্যবহার করা যেতে পারে গয়নার উপকরণ। সেই পরিকল্পনা থেকেই তৈরি এই ব্ল্যাক ডায়মন্ড নেল পালিশ। শোনা যাচ্ছে, হট কেকের মত বিক্রি হয়ে যাচ্ছে এই নেল পালিশ।
×