ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সুন্দরবনের বাঘ পিটিয়ে হত্যা

প্রকাশিত: ১৯:১২, ২৩ জানুয়ারি ২০১৮

সুন্দরবনের বাঘ পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে একটি রয়েল বেঙ্গল টাইগারকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা। মঙ্গলবার সকালে উপজেলার সুন্দরবনসংলগ্ন গুলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার রাতে সুন্দরবন ছেড়ে গুলিশাখালী গ্রামে ঢুকে পড়ে একটি বাঘ। বাঘটি দেখে সারা রাত আতঙ্কের মধ্যে থাকে গ্রামবাসী। পরে মঙ্গলবার সকালে গ্রামের একটি মাছের ঘেরে ঢুকে বাঘটি মাসুম নামে এক যুবকের ওপর আক্রমণ করে। এ সময় ওই যুবককে বাঁচাতে স্থানীয়রা এগিয়ে যান। বাঘটি তাদের ওপরও থাবা বসায়। পরে স্থানীয়রা তাদের বাঁচাতে বাঘটিকে পিটিয়ে হত্যা করে। বাঘের থাবায় আহত পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ও গুরুতর হওয়ায় একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব সুন্দরবনের গুলিশাখালী টহল ফাঁড়ির ওসি মো. মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মৃত বাঘটিকে উদ্ধার করে চাঁদপাই রেঞ্জে নিয়ে যাওয়া হয়। বাঘটির উচ্চতা ছয় ফুট আট ইঞ্চি। এ ঘটনায় অনুসন্ধান চলছে বলে জানান ওসি।
×