ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শিক্ষামন্ত্রীর পিওসহ তিনজনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১৮:৩২, ২৩ জানুয়ারি ২০১৮

শিক্ষামন্ত্রীর পিওসহ তিনজনের বিরুদ্ধে মামলা

অনলাইন রিপোর্টার ॥ শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মো. মোতালেব হোসেন ও শিক্ষা মন্ত্রণালয়ের (প্রেষণে) উচ্চমান সহকারী নাসির উদ্দিন এবং লেকহেড গ্রামার স্কুলের পরিচালক খালেক হাসান মতিনের বিরুদ্ধে মামলা করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে রাজধানীর বনানী থানায় মামলা (নম্বর ৩৬) করেন ডিবির এসআই মনিরুল ইসলাম মৃধা। আসামিদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার বনানী থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই রফিক উদ্দিন আহমেদ বিষয়টি জানিয়েছেন। প্রসঙ্গত, শিক্ষামন্ত্রীর পিও মোতালেব হোসেন, মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী নাসিরউদ্দিন এবং লেকহেড গ্রামার স্কুলের পরিচালক খালেক হোসেন মতিনকে রবিবার সন্ধ্যার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, মঙ্গলবার গ্রেপ্তার তিনজনকে আদালতে নিয়ে যাওয়া হবে।
×