ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সাংবাদিক মানিক হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রকাশিত: ১৭:৪৮, ২৩ জানুয়ারি ২০১৮

সাংবাদিক মানিক হত্যা মামলার আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক ॥ খুলনার সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার বাসস্ট্যান্ড থেকে আসামি বিল্লাল ব্যাপারীকে (৪১) গ্রেফতার করা হয়। র্যাব ৬-এর সহকারী পরিচালক এসপি বজলুর রশিদ জানান, বিল্লালকে খুলনায় র্যাব কার্যালয়ে আনা হচ্ছে । এবং এখানে আনার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মানিক ছিলেন দৈনিক সংবাদ ও বিবিসির প্রতিনিধি। এক সময় খুলনা প্রেসক্লাবের সভাপতির দায়িত্বও তিনি পালন করেন। ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের কাছে ছোট মির্জাপুরের রাস্তায় বোমা হামলায় মারা যান মানিক সাহা। খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার ২০১৬ সালের ৩০ নভেম্বর বিল্লালসহ আলোচিত এ মামলায় নয়জনকে যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন। আসামিদের মধ্যে বিল্লালসহ পাঁচজন পলাতক ছিলেন। হত্যাকাণ্ডের দুদিন পর খুলনা সদর থানার এসআই রণজিৎ কুমার দাস হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। এর ছয় মাসের মাথায় ২০০৪ সালের ১০ জুন ১০ জনকে আসামি করে হত্যা মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। পরে আদালতের নির্দেশে পুলিশ অধিকতর তদন্ত করে। ২০০৭ সালের ২ ডিসেম্বর সম্পূরক অভিযোগপত্রে আসামির তালিকায় আরও একজনের নাম যোগ হয়। অন্যদিকে ২০০৭ সালের ১৯ মার্চ ১০ জনকে আসামি করে বিস্ফোরক আইনের মামলায় অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। শুনানি চলার মধ্যই মামলা দুটি খুলনা মহানগর দায়রা জজ আদালত থেকে গত এপ্রিলে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়। ৪৬ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্কের শুনানি শেষে আদালত রায়ের দিন ঠিক করে দেয়। আইনজীবী এনামুল জানান, বিস্ফোরক মামলার অভিযোগপত্রে ১৯ জনকে সাক্ষী করা হলেও তাদের মধ্যে ১৩ জন আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেন। ‘বিস্ফোরক আইনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক আসামিদের খালাসের রায় দেন।’
×