ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জামালপুরে ইয়াবাসহ খাদ্য বিভাগের কর্মকতা গ্রেফতার

প্রকাশিত: ১৭:৪১, ২৩ জানুয়ারি ২০১৮

জামালপুরে ইয়াবাসহ খাদ্য বিভাগের কর্মকতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সরকারি খাদ্য বিভাগের সহকারী উপ-খাদ্য পরিদর্শক (এএসআই) বাচ্চু মিয়া ও তার সহযোগী নাঈম বক্সকে ২০টি ইয়াবা বড়িসহ গ্রেফতার করা হয়েছে। জামালপুর শহরের লাঙলজোড়া এলাকায় সোমবার রাত সাড়ে আটটার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার বাচ্চু মিয়া জামালপুরের মেলান্দহ উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ের সহকারী উপ-খাদ্য পরিদর্শক। তিনি পার্শবর্তী শেরপুর জেলার শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি গ্রামের বাহাদুর আলীর ছেলে। তার সহযোগী নাঈম বক্স জামালপুর পৌরসভার লাঙলজোড়া গ্রামের আলাউদ্দিন বক্সের ছেলে। তারা দু’জনই ইয়াবাসহ অন্যান্য মাদকাসক্ত। তাদের কাছ থেকে ২০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। জামালপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বলেন, গ্রেফতার দুই ইয়াবা আসক্ত বাচ্চু মিয়া ও নাঈম বক্সের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
×