ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:০১, ২৩ জানুয়ারি ২০১৮

অষ্টম শ্রেণির পড়াশোনা

বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয় তৃতীয় অধ্যায় প্রস্তুতি-১, বহুনির্বাচনী-১০ শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর। মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫ ২০। কাজী নজরুল ইসলাম গানের ভুবনে বিশেষ স্থান অধিকার করেছেন- (র) আপন স্বাতন্ত্রে (রর) নিজ বৈচিত্রে (ররর) সৃষ্টিশীল মননে। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র ও রর । ২১। এলাচি,হামাম,সুসিজ হলো এক ধরনের- (ক) খাবার (খ) সাহিত্যকর্ম (গ) দৃশ্যশিল্প (ঘ) কাপড়। ২২। অন্নদামঙ্গল এর রচিয়তা কে ? (ক) ভরতচন্দ্র (খ) মুকুন্দরাম (গ) বিজয়গুপ্ত (ঘ) চন্ডীদাস। ২৩। হাসি ঈদ উৎসবের জন্য সুতার নকশা করা একটি জামা কিনল। জামাটি কোন শিল্পের অন্তর্ভুক্ত ? (ক) চারুশিল্প (খ) দৃশ্যশিল্প (গ) রেশমশিল্প (ঘ) নকশা শিল্প । ২৪। প্রাচীন বাংলার সমাজের চিত্র ফুটে উঠেছে কোন রচনায়- (ক) অন্নদামঙ্গলে (খ) মঙ্গলকাব্যে (গ) ধর্মমঙ্গলে (ঘ) মনসামঙ্গলে। ২৫। বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতির জন্য কোন প্রতিষ্ঠান কাজ করে ? (ক) নজরুল একাডেমি (খ) বাংলা একাডেমি (গ) ছায়ানট (ঘ) শিল্পকলা একাডেমি। ২৬। সবুজের বয়স ৭বছর। তাকে শিল্পকলা ও সাহিত্যচর্চায় উৎসাহিত করার ও সুযোগ দেওয়ার জন্য আছে কোন প্রতিষ্ঠান ? (ক) বুলবুল ললিতকলা একাডেমি (খ) বাংলা একাডেমি (গ) শিশু সাহিত্য (ঘ) সাহিত্য একাডেমি। ২৭। আধুনিক বাংলা সাহিত্যের ভিত গড়েছেন- (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) মাইকেল মধুসূদন দত্ত (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় । ২৮। আমাদের জাতীয় সঙ্গীতের সুর কোন গানের সুর থেকে নেওয়া হয়েছে ? (ক) পালাগান (খ) বাউলগান (গ) ভাটিয়ালীগান (ঘ) জারিগান। ২৯। ’পদ্ধাবতী’ কে রচনা করেন ? (ক) আলাওল (খ) ভরতচন্দ্র (গ) রামচন্দ্র (ঘ) মুকুন্দরাম। ৩০। আমাদের দেশে কখন বাংলা গদ্য সাহিত্যের সূচনা হয়েছিল ? (ক) ষোল শতকে (খ) সতেরো শতকে (গ) আঠারো শতকে (ঘ) উনিশ শতকে। উত্তর ঃ ২০(ঘ),২১(ঘ),২২(ক),২৩(খ),২৪(ক),২৫(খ),২৬(ক),২৭(গ),২৮(খ),২৯(ক),৩০(ঘ)।
×