ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডের জয় ৭ উইকেটে

টি২০তেও হার দিয়ে শুরু পাকিস্তানের

প্রকাশিত: ০৬:৪৫, ২৩ জানুয়ারি ২০১৮

টি২০তেও হার দিয়ে শুরু পাকিস্তানের

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড সফরে লজ্জাজনকভাবে ৫-০’ তে ওয়ানডে সিরিজ হারা পাকিস্তান প্রথম টি২০তেও পাত্তা পায়নি। ছোট্ট ফরমেটের শুরুতেই ৭ উইকেটের ব্যবধানে হেরে গেছে সফরফরাজ আহমেদের দল। ফের ব্যাটিং ব্যর্থতাই সফরকারীদের ডুবিয়েছে। ওয়েলিংটনে ১৯.৪ ওভারে মাত্র ১০৫ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ১৫.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় টিম সাউদির নেতৃত্বাধীন নিউজিল্যান্ড। ৪৩ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কলিন মুনরো। এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল কিউইরা। বৃহস্পতিবার অকল্যান্ডে দ্বিতীয় টি২০। টানা তিন হারে ওয়ানডে সিরিজ খোয়ানোর পরই পাকিস্তান ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার বলেছিলেন, প্রথম দশ ওভারে ব্যাটিং ব্যর্থতাই তাদের ডুবিয়েছে। ঘুড়ে দাঁড়াতে হলে অবশ্যই এর থেকে বেরিয়ে আসতে হবে। শুরুতে প্রতিপক্ষের পেসারদের সামলানোর উপায় বের করতে হবে। শেষ ওয়ানডেতে কিছুটা ভাল করলেও ৫-০ তে হারের লজ্জা এড়াতে পারেনি চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়নরা। অকল্যান্ডে প্রথম টি২০’র উইকেট কিন্তু মোটেই খারাপ ছিল না। কিন্তু আবারও সেই ব্যাটিং ব্যর্থতা। নির্দিষ্ট করে বললে দুই নতুন বলের বোলার সেথ রেন্স ও টিম সাউদি মিলে সফরকারী টপঅর্ডার ব্যাটসম্যানদের দাঁড়াতেই দেননি। সাউদি তুলে নেন মোহাম্মদ নওয়াজ (৭) ও ফখর জামানকে (৩), রেন্স ফেরান উমর আমিনকে (০)। ১৫ রানে ৩ উইকেট হারানো পাকিস্তান আর ম্যাচে ফিরতে পারেনি। বিপদের মধ্যে ইজ্জত রক্ষার দায়িত্ব নেন বাবর আজম। পাশাপাশি বলতেই হচ্ছে ‘বোলার’ হাসান আলীর কথা। বাবরের ৪১, আর নয় নম্বরে নামা হাসানের ২৩ রানে আরও বড় লজ্জার শঙ্কায় থাকা পাকিরা নিজেদের সংগ্রহ ১০০ পার করতে সমর্থ হয়। আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। অধিনায়ক সরফরাজ ফিরেছেন ৯ রান করে। কেন উইলিয়ামসনের জায়গায় কিউইদের নেতৃত্বে দিয়েছেন টিম সাউদি। দিনটাকে তিনি স্মরণীয় করে রেখেছেন দুর্দান্ত বোলিং পারফরম্যান্স দিয়ে। আগেই বলা হয়েছে সাউদি তরুণ রেন্সকে সঙ্গে নিয়ে পাকিস্তানকে শুরুর ধাক্কাটা দিয়েছেন। দুজনেই সমান ভাগ করে নিয়েছেন প্রতিপক্ষের ৬ উইকেট। স্পিনার মিচেল স্যান্টনার পেয়েছেন ২ উইকেট। জবাবে নিউজিল্যান্ডের শুরুটাও ভাল ছিল না। ৫৭ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছিল তারা। পাকিস্তানী বোলাররা লড়াইয়ের আভাস দিয়েছিলেন। কিন্তু মুনরো ও রস টেলরের ৪৯ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে জয়ের বন্দরে পৌঁছে যায় কিউরা। পাকিস্তানের বাঁ-হাতি পেসার রুম্মন রইস শুরুতেই মার্টিন গাপটিল (২) ও গ্লেস ফিলিপসকে (৩) ফিরিয়ে লড়াই জমিয়ে দিয়েছিলেন। কিন্তু মুনরো প্রথমে টম ব্রুস (২৬) ও পরে টেলরকে নিয়ে নিজেদের জয় নিশ্চিত করেন। ম্যাচের নায়ক মুনরো ৩ চার ও ২ ছক্কায় ৪৩ বলে ৪৯ ও টেলর ২২ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। আরও একটি দুঃস্বপ্নের ম্যাচে পকিস্তানের হয়ে পেসার রইস ২ ও লেগ স্পিনার শাদাব খান নেন ১ উইকেট। স্কোর ॥ পাকিস্তান ১০৫/১০ (১৯.৪ ওভার; ফখর জামান ৩, উমর আমিন ০, নওয়াজ ৭, হারিস ৯, বাবর আজম ৪১, সরফরাজ ৯, শাদাব ০, ফাহিম ৭, হাসান ২৩, আমির ৩, রইস ০; রেন্স ৩/২৬, সাউদি ৩/১৩, কিচেন ১/৩, স্যান্টনার ২/১৫, মুনরো ১/১২)। নিউজিল্যান্ড ১০৬/৩ (১৫.৫ ওভার; গাপটিল ২, মুনরো ৪৯*, ফিলিপস ৩, ব্রুস ২৬, টেইলর ২২*; রইস ২/২৪, শাদাব ১/১৮)। ফল ॥ নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ কলিন মুনরো। সিরিজ ॥ তিন ম্যাচের টি২০ নিউজিল্যান্ড ১-০তে এগিয়ে।
×