ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফরাসী লীগ ওয়ান, ইনজুরিতে মাঠের বাইরে নেইমার, আলভেসের লালকার্ড

পিএসজির হার

প্রকাশিত: ০৬:৪৪, ২৩ জানুয়ারি ২০১৮

পিএসজির হার

স্পোর্টস রিপোর্টার ॥ নেইমারকে ছাড়া যে কতটা অসহায় প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি) সেটা আরেকবার প্রমাণ হয়েছে। রবিবার রাতে ফরাসী লীগ ওয়ানের ম্যাচে ব্রাজিলিয়ান সুপারস্টারকে ছাড়া খেলতে নেমে লিঁওর কাছে ২-১ গোলে হেরেছে অতিথি পিএসজি। ম্যাচটি শেষ হতে যাচ্ছিল ১-১ গোলে সমতাবস্থায়। কিন্তু শেষ মুহূর্তে (৯৪ মিনিট) মেমফিস ডিপের গোলে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে লিঁও। আর হতাশায় ডুবতে হয় ১০ জনের পিএসজিকে। ম্যাচে লালকার্ড দেখেন পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস। হারলেও ২২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। আর ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিঁও। বর্তমান শিরোপাধারী মোনাকো ৪৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে। লিঁওর গ্রুপামা স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই অতিথি পিএসজিকে চমকে দেয় স্বাগতিকরা। দ্বিতীয় মিনিটেই নাবিল ফকির ফ্রিকিক থেকে অসাধারণ গোল করে দলকে এগিয়ে দেন। প্রায় ৩০ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন ফরাসী ফরোয়ার্ড। প্রথমার্ধের ইনজুরি সময়ে গোলটি পরিশোধ করে দেয় পিএসজি। লেফট ব্যাক লেয়িন কুরজাওয়া ভলিতে লক্ষ্যভেদ করেন। বিরতির পর ৫৭ মিনিটে পিএসজির ফুল ব্যাক আলভেস সরাসরি লালকার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হলে ১০ জনের দলে পরিণত হয় শিরোপার দৌড়ে এগিয়ে থাকা দলটি। এই সুযোগকে ইনজুরি টাইম কাজে লাগায় স্বাগতিকরা। বদলি খেলোয়াড় ডিপে ডি বক্সের বাইরে থেকে দারুণ শটে গোল করে লিঁওকে দুর্দান্ত জয় উপহার দেন। উরুর চোটে পিএসজির হয়ে মাঠে ছিলেন না দলটির সেরা তারকা নেইমার। যে কারণে হারতেও হয়েছে তাদের। পিএসজি আরও বড় ধাক্কা খায় ম্যাচের ৩৬ মিনিটে। ইনজুরিতে মাঠ থেকে উঠে যান কিলিয়ান এমবাপে। ম্যাচ শেষে লিঁওর নাবিল ফকির বলেন, প্রথমে আমি বলটি ক্রস করার চিন্তা করেছিলাম। পরে দেখলাম গোলরক্ষক পোস্টের একপ্রান্তে রয়েছে। ফলে আমি এমনভাবে শট নিয়েছি যেটি পিএসজির গোলরক্ষকের জন্য প্রতিহত করা কঠিন ছিল। এই গোলে জয় পাওয়া ক্লাবটি চ্যাম্পিয়ন্স লীগে খেলার সুযোগ অক্ষত রেখেছে। পিএসজির সেন্টার ব্যাক মারকুইনহোস বলেন, ফুটবল এটিকেই পছন্দ করে। তারা শটটি করতে সক্ষম হয়েছে এবং দুই গোল আদায় করেছে। এ নিয়ে লীগে দ্বিতীয় বারের মতো পরাজয় দেখল পিএসজি। তবে লিঁওকে শিরোপা স্বপ্ন দেখতে হলে রাজধানীর দলটির আরও হার দেখতে হবে। এ প্রসঙ্গে লিঁও কোচ ব্রুনো জেনেসিও বলেন, এই ফলাফলেই আমরা সন্তুষ্ট। বিশেষ করে শীর্ষ দলকে হারানো। আমরা টার্গেটই করেছি পয়েন্ট টেবিলের দ্বিতীয় কিংবা তৃতীয় অবস্থান নিশ্চিত করা।
×