ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারতের ‘বিন লাদেন’ কুরেশি দিল্লীতে গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫৪, ২৩ জানুয়ারি ২০১৮

ভারতের ‘বিন লাদেন’ কুরেশি দিল্লীতে গ্রেফতার

ভারতের শীর্ষ ফেরারি, ২০০৮ সালে গুজরাটে চালানো ধারাবাহিক বোমা হামলার আসামি আব্দুল সুবাহান কুরেশিকে গ্রেফতার করার কথা জানিয়েছে দিল্লী পুলিশ। দিল্লীর গাজিপুরে সংক্ষিপ্ত গোলাগুলির পর কুরেশিকে গ্রেফতার করা হয় বলে সোমবার জানিয়েছে পুলিশ। গুজরাটের ওই বোমা হামলায় ৫৬ জন নিহত হয়েছিল। খবর এনডিটিভির। একজন সফটওয়্যার প্রকৌশলী থেকে বোমা প্রস্তুতকারি বনে যাওয়া কুরেশিকে কখনও কখনও ‘ভারতের বিন লাদেন’ও বলা হয়। আগামী শুক্রবার ভারতের প্রজাতন্ত্র দিবস। এর আগে কুরেশিকে গ্রেফতার করতে পারা একটি বড় ধরনের সাফল্য বলে দাবি করেছে দিল্লি পুলিশ। পুলিশের স্পেশাল সেলের ডেপুটি কমিশনার প্রমোদ কুশওয়াহা বলেছেন, ‘কুরেশির কাছ থেকে পিস্তল ও নথি উদ্ধার করেছি আমরা। সে এসআইএমআই ও ভারতীয় মুজাহিদিনকে ফের চাঙ্গা করার চেষ্টা করছিল।’
×