ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অক্সফাম রিপোর্ট

বিশ্বের এক শতাংশ মানুষের হাতে আশি ভাগ সম্পদ

প্রকাশিত: ০৫:৫৩, ২৩ জানুয়ারি ২০১৮

বিশ্বের এক শতাংশ মানুষের হাতে আশি ভাগ সম্পদ

গত বছর বিশ্বজুড়ে উৎপাদিত মোট সম্পদের আশি ভাগ চলে গেছে এক শতাংশ ধনীদের ভাণ্ডারে। দরিদ্রদের সম্পদ বৃদ্ধি তো দূরে থাক, তাদের সম্পদ ক্রমাগত কমে যাচ্ছে বলে জানিয়েছে দাতব্য সংস্থা অক্সফাম। সোমবারে প্রকাশিত দারিদ্র্য ও দুর্যোগ লাঘবে নিয়োজিত এই আন্তর্জাতিক সংস্থাটির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, বিশ্বের ৩৭০ কোটি মানুষের সম্পদ তেমন বাড়েনি। এরাই হল, বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেক দরিদ্র অংশ। অক্সফামের ভাষায়, এসব দরিদ্র মানুষের জীবন ধারা অগ্রহণযোগ্য ও অস্থিতিশীল পর্যায়ে রয়েছে। যুক্তরাজ্য অক্সফামের প্রধান নির্বাহী মার্ক গোল্ডরিং বলেন, বিশ্ব অর্থনীতিতে ব্যাপক বৈষম্য রয়েছে। এতে মাত্র এক শতাংশ মানুষের সম্পদ বেড়েই চলছে। সিংহভাগ সম্পদ তাদের ভাগে চলে যাচ্ছে। আর মোট জনসংখ্যার দরিদ্র অর্ধেক বঞ্চিত হচ্ছেন। তিনি বলেন, গুটি কয়েক মানুষের হাতে সম্পদ পুঞ্জীভূত হওয়ার মানে অর্থনৈতিক সমৃদ্ধি হতে পারে না। এতে বোঝা যাচ্ছে, প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা ব্যর্থতার দিকে যাচ্ছে। যাতে কোটি কোটি কঠোর পরিশ্রমী মানুষ কম মজুরির বিনিময়ে কাজ করছেন। অথচ এসব মানুষেরা আমাদের পোশাক ও খাদ্য উৎপাদনে নিয়োজিত রয়েছেন। প্রচলিত আইনী ও ব্যবসায়িক আদল পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে অক্সফাম। কারণ, এতে কোম্পানির অংশীদারদের অগ্রাধিকার দেয়া হয়েছে। যা সমাজে ব্যাপকভিত্তিক বৈষম্য তৈরি করছে। অক্সফাম বলেছে, নীতি নির্ধারণী, শ্রমিকের অধিকার হরণ ও শ্রমমূল্য কমাতে কতটা কর্পোরেট প্রভাব রয়েছে, তা বুঝতে চলতি বছরের এই পরিসংখ্যানই যথেষ্ট।- ইন্ডিপেন্ডেন্ট
×