ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্থানীয় ম্যাপেই ওয়ালপেপার

প্রকাশিত: ০৫:৪২, ২৩ জানুয়ারি ২০১৮

স্থানীয় ম্যাপেই ওয়ালপেপার

ব্যবহারকারী বর্তমানে যেখানে অবস্থান করছেন, সেই স্থানের ম্যাপকেই দেখানো হবে স্মার্টফোনের ওয়ালপেপার হিসেবে- এই কাজ করে দেবে স্কাইলাইন নামের নতুন এক এ্যাপ। স্কাইলাইন এ্যাপটিতে ম্যাপবক্স থেকে মানচিত্রের থ্রিডি ডেটা নিয়ে ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীর বর্তমান স্থানের ডেটা দিয়ে পুরো বিস্তারিত তথ্য দিয়ে স্মার্টফোনের ওয়ালপেপার বানানো হবে। ব্যবহারকারী তার স্মার্টফোন আনলক করলে বা ওয়ালপেপার সোয়াইপ করলেই এ্যাপটি ম্যাপ ডেটা দিয়ে বানানো ওয়ালপেপার সরিয়ে নেবে। ওয়ালপেপারটি প্রদর্শনের সময় স্মার্টফোন ঘুরালে ম্যাপও সেভাবে ঘুরবে। গুগল প্লে স্টোর থেকে এ্যাপটি কিনতে ব্যবহারকারীদের গুনতে হবে ১.৯৯ ডলার। -ভার্জ
×