ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সংস্কৃতি সংবাদ

গানে মুগ্ধতা ছড়ালেন কালজয়ী শিল্পী রথীন্দ্রনাথ রায়

প্রকাশিত: ০৫:৪০, ২৩ জানুয়ারি ২০১৮

গানে মুগ্ধতা ছড়ালেন কালজয়ী শিল্পী রথীন্দ্রনাথ রায়

স্টাফ রিপোর্টার ॥ সঙ্গীতপ্রেমীদের জন্য সন্ধ্যাটি ছিল মনোরম। একের পর এক কালজয়ী ও জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতাদের মুগ্ধ করলেন স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়। সোমবার বিকেল থেকে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তন শ্রোতার উপস্থিতি ছিল কানায় কানায় পূর্র্ণ। অনুষ্ঠান আরম্ভ হতে কিছুটা বিলম্ব হওয়ায় উৎসুক শ্রোতা অতিষ্ঠ হয়ে ওঠে। শিল্পীর একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে জাতীয় জাদুঘর। শিল্পী রথীন্দ্রনাথ রায় মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে মিলনায়তন ভর্তি দর্শক-শ্রোতা করতালি দিয়ে অভিনন্দন জানায় শিল্পীকে। স্বাধীনবাংলা বেতার কেন্দ্রে গাওয়া গান থেকে শুরু করে লোকগানের এক মুগ্ধতা ছড়ালেন তিনি। দর্শক সারি থেকে বার বার গানের অনুরোধ আসতে শুরু করে। শিল্পী দীর্ঘ সময় ধরে গান পরিবেশন করে সকলের মন জয় করে নিলেন। বাংলাদেশের উত্তরবঙ্গে প্রচলিত লোকসঙ্গীত ভাওয়াইয়া গানের এই শিল্পী অনেক দেশাত্মবোধক গান গেয়ে মানুষের হৃদয় জয় করে নিয়েছেন। তিনি ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারে কণ্ঠশিল্পী হিসেবে গান পরিবেশন করে অনন্য ভূমিকা পালন করেন এবং কণ্ঠযুদ্ধ শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন। প্রতিষ্ঠাবার্ষিকীতে পদাতিকের ‘গুনজান বিবির পালা’ মঞ্চস্থ ॥ পদাতিক নাট্যসংসদের ৪০ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহিলা সমিতির ড.নীলিমা ইব্রাহীম মিলনায়তনে ‘গুনজান বিবির’ পালা মঞ্চস্থ সোমবার সন্ধ্যায়। গ্রামে গ্রামে বিভিন্ন আসরে বয়াতিদের এক শৈল্পিক নাট্য বয়ান এ পালা। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সায়িক সিদ্দিকী। বন্দনা, বর্ণনা, নাচ, গান ও অভিনয়ের মাধ্যমে উপস্থাপিত হয় এ পালা। পালার ঘটনাপ্রবাহ কোন ব্যক্তি মানুষের জীবনে পালাক্রমে ঘটে যাওয়া বিষাদময় ঘটনার আখ্যান। থিয়েটার চর্চার ভেতরের সুখ-দুঃখ হাসি কান্নাকে পালার আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে গুনজান বিবির পালাতে। ঐতিহ্যবাহী বাংলার লোকজ আঙ্গিকে গায়েন দোহার রীতিতে দেশীর পোশাক আর বাদ্যযন্ত্রের সমাহারে অভিনয় শিল্পীদের নানা ঢংয়ের অভিনয় নজর কেড়েছে হল ভর্তি দর্শকের। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেন-মমিনুল হক দীপু, মশিউর রহমান, সাঈদা শামছি আরা, জয় ম-ল, জিনিয়া আজাদ, সালমান শুভ, আবু নাসেম লিমন, শরীফুল ইসলাম, মোঃ ইমরান, তাসমী চৌধুরী, জিতু, আবু সাইদ, পৃথা, আকাশ, জীবন, রাশেদ, শারমিন, হাসিব ও শোভন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ মঞ্চায়নে উপস্থিত ছিলেন ম. হামিদ, সারা যাকের, আক্তারুজ্জামান ও আহমেদ গিয়াস।
×