ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেতাকর্র্মীদের কারাগারে রেখে কোন নির্বাচন হবে না ॥ ফখরুল

প্রকাশিত: ০৫:৩৮, ২৩ জানুয়ারি ২০১৮

নেতাকর্র্মীদের কারাগারে রেখে কোন নির্বাচন হবে না ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ দলীয় নেতাকর্মীদের কারাগারে রেখে দেশে কোন নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ৭৮ হাজার হয়রানিমূলক মিথ্যা মামলা করা হয়েছে। এতে আসামি করা হয়েছে সাড়ে ৭ লাখ। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। নির্বাচন হতে হলে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। সোমবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা চাই অতি দ্রুত একটা নির্বাচন। যা নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। অবশ্যই সকলকে সমান সুযোগ দিতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সপ্তাহে তিন থেকে চার দিন আদালতে যেতে হয় আর প্রধানমন্ত্রী হেলিকপ্টারে চড়ে ভোট চেয়ে বেড়াচ্ছেন। এভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। কথা পরিষ্কার। বর্তমান রাজনৈতিক সঙ্কট নিরসনে নির্বাচন চাই। যে নির্বাচনে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আজ দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। তা ফিরিয়ে আনতে সবাইকে জেগে উঠতে হবে। সজাগ হতে হবে উল্লেখ করেন। তিনি বলেন, এই সরকার সবক্ষেত্রে ব্যর্থ। একটি গোষ্ঠীর জন্যই তাদের উন্নয়ন। তাদের উন্নয়নে ধনীরাই ধনী হচ্ছে। উন্নয়ন এমন যে, ঢাকায় গাড়ি চলে না। ঘণ্টার পর ঘণ্টা পথেই বসে থাকতে হয়। ঢাকায় আজকে কী অবস্থা? চুপচাপ বসে থাকি হয় রিকশায়, না হয় বাস-গাড়ির মধ্যে। এই হচ্ছে এ সরকারের উন্নয়ন। ঢাকায় এই যানজটের দ্রুত নিরসনের কথাও বলেন এ সময়। দ্রব্যমূল্য পরিস্থিতির লাগামহীন বৃদ্ধিতে সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করেন তিনি। নিজ দলের সহযোগী সংগঠনের প্রশংসা করে বলেন, প্রতিটি ক্ষেত্রে মহিলা দল এগিয়ে চলছে। মহিলা দলই একমাত্র সংগঠন, যারা শত প্রতিকূলতার মাঝেও প্রতিটি সাংগঠনিক জেলা সফর করে কাউন্সিল করতে পারছে। এমনকি ঢাকায় যে সমস্ত কর্মসূচী পালিত হয় তাতেও পিছিয়ে নেই মহিলা দল। মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় আলোচনা সভায় হেলেন জেরিন খানসহ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির প্রস্তাব তৈরির কাজ শেষ পর্যায়েÑ খসরু ॥ নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে বিএনপির প্রস্তাব তৈরির কাজ শেষ পর্যায়ে। কিছুদিনের মধ্যে তা জাতির সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুইয়া জুয়েলের মুক্তির দাবিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি একটি জাতীয় আলোচনার ক্ষেত্র তৈরির চেষ্টা করছে। আলোচনার মাধ্যমে, জাতীয় ঐকমত্যের মাধ্যমে একটি নির্বাচনী ব্যবস্থা করতে হবে। নির্বাচনকালীন সরকার হবে নিরপেক্ষ। যে সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। জনগণকে ভোটের বাইরে রেখে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করেছে। জনগণ এবার সব ষড়যন্ত্র প্রতিরোধ করবে উল্লেখ করেন। ৫ জানুয়ারির পুনরাবৃত্তি হবে নাÑ গয়েশ্বর ॥ বিএনপির অপর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে ২০১৪ সালের ৫ জানুয়ারির পুনরাবৃত্তি আর হবে না। খালেদা জিয়া ব্যতীত দেশে আর কোন নির্বাচন হবে না। শেখ হাসিনার অধীনেও কোন নির্বাচন হবে না। জনগণ তাদের ভোট নিয়ে আর ছিনিমিনি খেলতে দেবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে রাজপথে নেমে যারা গ্রেফতার হচ্ছেন তাদের প্রশংসা করেন। বলেন, আমরা অনেকে আছি ঘরে বসে থেকে বিভিন্ন মামলায় অভিযুক্ত হচ্ছি। আন্দোলন-সংগ্রাম না করে। এটা গর্বের নয়, অসম্মানের। সবাইকে রাজপথে এসে গ্রেফতারের জন্য প্রস্তুত থাকতে হবে উল্লেখ করেন। সোমবার জাতীয় প্রেসক্লাবে আক্তার হোসেন মুক্তি পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনসহ দল ও অঙ্গ সংগঠনের গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করতে হবে উল্লেখ করে বলেন এ জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুতি নিতে হবে। পরাজয়ের ভয়ে সরকার কৌশল করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচন স্থগিত করেছে বলেও এ সময় অভিযোগ করেন। সংগঠনের সভাপতি মোঃ দিদারের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক এবিএমএ রাজ্জাকের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাসিত আঞ্জু, সাধারণ সম্পাদক আহসানুল্লাহ হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
×