ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংসদে বীজ বিল পাস

প্রকাশিত: ০৫:৩৪, ২৩ জানুয়ারি ২০১৮

সংসদে বীজ বিল পাস

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদে বীজ বিল-২০১৮ পাস হয়েছে। সোমবার জাতীয় সংসদে বিলটি পাসের জন্য উত্থাপন করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বিলটির ওপর আনীত জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব নিয়ে আলোচনার পর কণ্ঠভোটে তা পাস হয়। তবে তার আগে জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো কণ্ঠ ভোটে নাকচ হয়। বিলের ওপর আনা ১২টি সংশোধনী প্রস্তাবের মধ্যে সাংসদ ফখরুল ইমামের একটি প্রস্তাব গ্রহণ ও ১১টি প্রস্তাব কণ্ঠভোটে নাকচ করা হয়। বিল পাসের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়, দেশে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে বীজ উৎপাদন, সংরক্ষণ, বিক্রয়, মাননিয়ন্ত্রন, আমদানি-রফতানি এবং কৃষক পর্যায়ে গুণগত মানসম্পন্ন বীজ সরবরাহের জন্য সিড অর্ডিন্যান্স-১৯৭৭ রহিতক্রমে সংশোধনসহ পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয় বিধায় বাংলা ভাষায় বীজ আইন-২০১৮ প্রণয়ন করা হয়েছে।
×