ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় পুলিশের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল মাদ্রাসা ছাত্রী

প্রকাশিত: ০৫:৩০, ২৩ জানুয়ারি ২০১৮

কুমিল্লায় পুলিশের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল মাদ্রাসা ছাত্রী

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২২ জানুয়ারি ॥ কুমিল্লায় পুলিশের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে সাদিয়া আক্তার জান্নাত নামে মাদ্রাসার এক ছাত্রী। খবর পেয়ে পুলিশ বিয়ে বাড়িতে হাজির হয়ে ওই বিয়ে বন্ধ করে দেয়। সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের পরিহলপাড়া গ্রামে। কনে ওই গ্রামের বাহার উদ্দিনের মেয়ে মাদ্রাসা ছাত্রী সাদিয়া আক্তার জান্নাত এবং বর একই জেলার বরুড়া উপজেলার জাঙ্গালিয়া মহেশপুর গ্রামের আব্দুল কাইয়ুমের প্রবাসী ছেলে সুমন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিহলপাড়া গ্রামের সাদিয়া আক্তার জান্নাত (১৪) কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাসনগাছা ফাতেমা-তুজ-জোহরা মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী। তার সঙ্গে বরুড়ার জাঙ্গালিয়া মহেশপুর গ্রামের প্রবাসী সুমনের (৩৫) বিয়ে ঠিক হয়। কিন্তু ওই মাদ্রাসা ছাত্রী লেখাপড়া চালিয়ে যাওয়ার বিষয়ে অভিভাবকদের শর্ত দেয়। ওই শর্তে কর্ণপাত না করেই প্রবাসীর সঙ্গে বিয়ের সুযোগটি হাতছাড়া করতে চায়নি কনের পরিবার। তাই বাল্য বিয়ে অনিবার্য ছিল ওই মাদ্রাসা ছাত্রীর জন্য। এ দিকে বিয়ে উপলক্ষে সোমবার দুপুরে কনের বাড়িতে মেহমানদের খাওয়া-দাওয়া এবং আনন্দ উৎসব চলতে থাকে। এ দিকে এ বাল্য বিয়ের খবর পেয়ে দুপুরে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু ইউসুফ ফসিউদ জামান ফোর্স নিয়ে বিয়ে বাড়িতে আকস্মিক হাজির হন। এ সময় পুলিশ কনে পক্ষের লোকজনকে ডেকে নাবালিকা ওই মাদ্রাসা ছাত্রীর বিয়ে বন্ধ এবং তার লেখাপড়া চালিয়ে নেয়ার জন্য অভিভাবকদের নির্দেশ দেয়। এতে বাল্য বিয়ে থেকে রক্ষা পায় ওই ছাত্রী। এ বিষয়ে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু ইউসুফ ফসিউদ জামান জানান, ওই মাদ্রাসা ছাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, তার লেখাপড়া করার যথেষ্ট ইচ্ছা আছে, তাই লেখাপড়ার স্বার্থেই ওই বাল্য বিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।
×