ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শাহজালালে নারী অতিথির পায়ে কামড় দিল ইঁদুর

প্রকাশিত: ০৫:২৯, ২৩ জানুয়ারি ২০১৮

শাহজালালে নারী অতিথির পায়ে কামড় দিল ইঁদুর

স্টাফ রিপোর্টার ॥ মশার কামড়ে ভুক্তভোগীরা অতিষ্ঠ হলেও এতদিন টনক নড়েনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের। তবে এক ইঁদুরের কামড়েই আঁতকে উঠেছে সবাই। সোমবার সকালে বিমানবন্দরের ভিআইপি রুমে ইঁদুরের কামড়ে আহত হয়েছেন এক নারী। তাকে তাৎক্ষণিক ভ্যাকসিন দেয়া হয়। এ নিয়ে তোলপাড় চলে। জানা গেছে, সকাল ৯টার দিকে ২ নং ভিআইপি দোলনচাপায় একটি প্রভাবশালী গোয়েন্দা সংস্থার মহাপরিচালক আসন গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে এক নারী অতিথিও বসা ছিলেন। হঠাৎ একটি ইঁদুর ওই নারীর পায়ে কামড় দিয়ে চম্পট। এতে তিনি চিৎকার করে ওঠেন। এ সময় তার পায়ের ক্ষতস্থান দেখার পর আশপাশের অন্য অতিথিরা আঁতকে ওঠেন। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গে ওই নারীর জন্য বাহির থেকে ভ্যাকসিন আনানো হয়। এরপর বিমানবন্দরের একজন ডাক্তারকে ডেকে নিয়ে ওই নারীর শরীরে ভ্যাকসিন পুশ করা হয়। অবশ্য ইঁদুর দমনের জন্য তাৎক্ষনিক একটি পেশাদার পেস্ট কন্ট্রোল নিয়োগের নির্দেশ প্রদান করেন পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কাজী ইকবাল করিম। এ বিষয়ে বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, সম্প্রতি বিমানবন্দরে ইঁদুর মশা মাছি বিড়াল ও তেলাপোকার উপদ্রব বেড়ে গেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ অভিযান চালিয়ে বেশ কয়েকটি বিড়ালকে আটক করেছে। এখন বিড়াল না থাকায় ইঁদুরের দৌরাত্ম বেড়েছে।
×