ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঘন কুয়াশা

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে সাড়ে ৯ ঘণ্টা ফেরি বন্ধ

প্রকাশিত: ০৫:২৮, ২৩ জানুয়ারি ২০১৮

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে সাড়ে ৯ ঘণ্টা ফেরি বন্ধ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝ নদীতে আটকা পড়ে ৫টি ফেরি। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে দেখা দেয় তীব্র যানজট। এতে যাত্রী সাধারণ চরম ভোগান্তির শিকার হন। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সোমবার সকাল পৌনে ১০টা পর্যন্ত এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়ে পাঁচ শতাধিক বিভিন্ন প্রকার যানবাহন। বিআইডব্লিউটিসি’র ম্যানেজার গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান, রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় থেকে সোমবার সকালে এ নৌ-রুটের পদ্মা অববাহিকায় ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়লে নৌরুট হয়ে যায় দৃষ্টিহীন। ফলে বাধ্য হয়ে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময়ে মাঝ নদীতে যানবাহনসহ আটকা পড়ে ৫টি ফেরি। এছাড়া শিমুলিয়া পল্টুনে ৪টি ফেরি লোড করা হলেও কুয়াশার কারণে তা ছেড়ে যেতে পারেনি। আলোর অপেক্ষায় মাঝ নদীতে আটকে পড়া ফেরিগুলো দীর্ঘ ৯ ঘণ্টা মাঝ নদীতে নোঙ্গরে ছিল। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়। এসব ফেরি রিবামহীনভাবে চলাচল করলেও শিমুলিয়াঘাটে পারাপারে অপেক্ষায় রয়েছে প্রায় ৫ শতাধিক বিভিন্ন প্রকার যানবাহন। এদের মধ্যে রয়েছে বাস, প্রাইভেটকার, মাইক্রো, এ্যাম্বুলেন্স, পণ্যবাহী ট্রাক ও কভার্টভ্যানসহ অনান্য যানবাহন। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় যাত্রীরা ঘাটে চরম দুর্ভোগের শিকার হন। অনেকেই আক্রান্ত হন ঠা-া জনিত রোগে। শিমুলিয়া নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই শরজিৎ কুমার ঘোষ জানান, আটকে পড়া যাত্রীদের নিরাপত্তায় নৌ-পুলিশ কাজ করে চলেছে।
×