ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দাউদকান্দিতে পুলিশের সাথে জলদস্যুদের বন্দুক যুদ্ধে আটক ১

প্রকাশিত: ০৩:৪৫, ২২ জানুয়ারি ২০১৮

দাউদকান্দিতে পুলিশের সাথে জলদস্যুদের বন্দুক যুদ্ধে আটক  ১

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি ॥ কুমিল্লার দাউদকান্দিতে নুরপুর নৌ পথে ডিবি ও পুলিশের সাথে জলদস্যুদের বন্দুক যুদ্ধে ৩ পুলিশ আহত, ১ টি পাইপগান ও ৬ রাউন্ড কার্টুসসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শাওন নামের ১ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় উপজেলার নুরপুর গ্রামের নিকট গোমতী নদীতে চাঁদাবাজীর সংবাদ পেয়ে কুমিল্লা ডিবি ও দাউদকান্দি মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেলে জলদস্যুরা ডিবি ও পুলিশকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। জীবন রক্ষার্থে ডিবি ও পুলিশ পাল্টা গুলি ছুড়ে এ সময় ১০/১২ জন জলদস্যু পালিয়ে যাওয়ার সময় উপজেলার গোপচর গ্রামের লেয়াকত আলী বেপারী ছেলে শাওন(২০) নামের এক জলদস্যুকে আটক করেছে পুলিশ । এ সময় বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে । খবর পেয়ে জেলা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেনসহ উর্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন।
×