ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউরোপে ৯৩ হাজার বাংলাদেশী অবস্থানের খবর ভিত্তিহীন ॥ আয়েবা

প্রকাশিত: ০২:৪২, ২২ জানুয়ারি ২০১৮

ইউরোপে ৯৩ হাজার বাংলাদেশী অবস্থানের খবর ভিত্তিহীন ॥ আয়েবা

কূটনৈতিক রিপোর্টার ॥ ইউরোপে ৯৩ হাজার বাংলাদেশী অবস্থানের খবর ভিত্তিহীন বলে জানিয়েছে অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)। সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে আয়েবার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। জাতীয় প্রেসক্লাবে (আয়েবা) আয়োজিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল কাজী এনায়েত উল্লাহ। এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল এবং ভোরের কাগজের সস্পাদক শ্যামল দত্ত বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন আয়েবার জয়েন্ট সেক্রেটারি জেনারেল এম এ রব মিন্টু এবং এক্সিকিউটিভ মেম্বার রহমান খলিলুর সহ নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে আয়েবা মহাসচিব বলেন, ইউরোপে ৯৩ হাজার বাংলাদেশীকে দেশে ফেরত পাঠানোর হবে এমন সংবাদের প্রেক্ষিতে ব্যাপক বিভ্রান্তি ও কৃত্রিম আতঙ্ক সৃষ্টি হয়। মাঠপর্যায়ে আমরা যথার্থ অনুসন্ধান করে সবাইকে জানিয়েছি, ইউরোপে উপরোক্ত সংখ্যক আনডকুমেন্টেড বাংলাদেশীর পরিসংখ্যানটি একেবারেই ভিত্তিহীন, কারণ তাদের অধিকাংশই বিগত ১০ বছরে ইউরোপের বিভিন্ন দেশে বহুবিধ পন্থায় ইতোমধ্যে বৈধতার সুযোগ গ্রহণ করেছে। হাতে গোনা কয়েকটি দেশে যে কয়েক হাজার বাংলাদেশি আনডকুমেন্টেড রয়েছে তাদের বৈধতার জন্য আমরা সংশ্লিষ্ট দেশগুলোতে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার সাথে যোগাযোগের ভিত্তিতে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, আমাদের সংগঠনের মূলমন্ত্র হচ্ছে ‘ইন্টিগ্রেশন’। বিভিন্ন দেশের স্থানীয় সমাজ ও জনগোষ্ঠীর সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা যাতে ভালোভাবে এবং সফলতার সাথে ইন্টিগ্রেট হতে পারে, তার জন্য আমরা নিরলস কাজ করে যাচ্ছি। পাশাপাশি দেশে দেশে আমাদের নতুন প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতির সাথে পরিচিত রাখতে আমরা সাংগঠনিক বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে সক্রিয় রয়েছি। দল-মতের ঊর্ধে উঠে বিভিন্ন দেশে আমাদের সুযোগ্য নেতারা সদাসর্বদা সচেষ্ট আছেন কমিউনিটির যে কোন সমস্যা সমাধানে তথা বিপদগ্রস্ত বাংলাদেশিদের পাশে থাকতে। আয়েবা মহাসচিব বলেন, রোহিঙ্গা শরণার্থী সমস্যা যেহেতু আমাদের বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সাথে সুদূরপ্রসারী সম্পৃক্ত, তাই বিশ্ব জনমত বাংলাদেশের অনুকূলে রাখতে আমাদের সংগঠন আন্তর্জাতিক পরিমন্ডলে কাজ করে যাচ্ছে। জেনেভায় জাতিসংঘের হিউম্যান রাইটস অফিসের সাথে নিয়মিত বৈঠকের পাশাপাশি জেনেভার রাজপথে কর্মসূচি পালনের মাধ্যমে আমরা বাংলাদেশের স্বার্থকে উঁচুতে স্থান দিতে সক্ষম হয়েছি। ইউরোপের প্রতিটি বাংলাদেশ দূতাবাস ও মিশনের সাথেও আমরা আন্তরিকভাবে কাজ করছি। বিদেশে বাংলাদেশের স্বার্থরক্ষার পাশাপাশি প্রবাসী ভাই-বোনদের সুখ-দুঃখের সঙ্গী হওয়ার লক্ষ্যেই আমাদের সকল ধ্যান জ্ঞান সাধনা। ইউরোপের দেশে দেশে কাজ করতে গিয়ে আমরা উপলব্ধি করেছি, প্রযুক্তি ও নেটওয়ার্কিংয়ের এই যুগে আমরা সারা বিশ্বের সকল প্রবাসী বাংলাদেশিই মূলত একটি পরিবার। ফলে প্রিয় মাতৃভূমির স্বার্থে এই গ্লোবাল ফ্যামিলিকে একমঞ্চে নিয়ে আসতে ২০১৬ সালে আমরা আমাদের ইউরোপীয় ব্যবস্থাপনাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজন করি ‘প্রবাসী বিশ্বসম্মেলন’ ১ম বাংলাদেশ গ্লোবাল সামিট। সারা বিশ্বের ৬ মহাদেশ থেকে বিভিন্ন পেশায় সফল ও মেধাবী বাংলাদেশী গুণীজনরা এতে যোগ দেন। গৃহীত হয় কুয়ালামপুর ডিক্লারেশন এবং গ্লোবাল প্লাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয় ‘বিশ্ব বাংলাদেশ সংস্থা’ তথা ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন (ডব্লিউবিও)।
×