ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পরিকল্পিতভাবে সাম্প্রদায়িকতা বিস্তারে পায়তারা চলছে ॥ মেনন

প্রকাশিত: ০১:২৮, ২২ জানুয়ারি ২০১৮

পরিকল্পিতভাবে সাম্প্রদায়িকতা বিস্তারে পায়তারা চলছে ॥ মেনন

স্টাফ রিপোর্টার ॥ দেশের বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে করে প্রতিমা ভাংচুরেরমত উব্দেগ জনক ঘটনা ঘটে চলেছে। অথচ এদেশের মানুষ কেবল অসম্প্রাদায়িকতাতেই বিশ^াস করেনা বরং তারা পরস্পর পরস্পরের উৎসবকে নিজেদের উৎসব বলেই মনে করে। এটা স্পষ্ট করে বলা প্রয়োজন যে ধর্ম যার যার উৎসব সবার। এ মানসিকতায় সকল উৎসবকে আনন্দে ভরে তুলতে হবে বলে উল্লেখ করলেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। সোমবার বিদ্যার দেবী সরস্বতিপুজা - ২০১৮ উপলক্ষে রাজধানীর বিভিন্ন পূজা ম-পে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। ভিকারুননেসানুন স্কুল এন্ড কলেজ, সিদ্বেশ্বরী ঢাকা ও টিএন্ডটি স্কুল, মতিঝিল ঢাকা কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেনন আরো বলেন, মুক্তিযুদ্ধের পর ধর্মনিরপেক্ষতার কথা যদিও লিপিবদ্ধ ছিল কিন্তু কিছু মানুষ সেখানে সাম্প্রদায়িকতার বিষ ঢেলে দিয়েছে। তিনি বলেন, এখনো ধর্মের ভেদাভেদ সৃষ্টি করতেএক শ্রেণির মানুষ উঠে পরে লেগেছে। সাম্প্রতি আমাদের দেশেও ধর্মীয় সহিংসতারমতো ঘটনাও ঘটে গেছে। আমাদের পাশর্^বতী দেশ ভারতেও হিন্দু মৌলবাদি শক্তি সেখানকার ধর্মীয় সম্প্রিতীতে আঘাত হানছে। এগুলো পৃথিবীর কোন সভ্য দেশেই কাম্য নয়। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রবীন এই বাম নেতা মেনন বলেন, দেশের জন্য সবচেয়ে বড় শত্রু উগ্র সাম্প্রদায়িকতা আর জঙ্গিবাদ। এ দুটোকে রাজনৈতিক ভাবে ব্যবহার করতে শুরু করেছে একটি গোষ্ঠী। তারা রাজনীতির নামে দেশকে পেছনের দিকে ঠেলে নিয়ে যেতে চায়। বাংলাদেশ যেন আরো কোন অবস্থাতেই এগিয়ে যেদে না পারে। মেনন বলেন, বাঁচতে হলে সকল অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। মনে রাখতে হবে অশুভ শক্তি যত সহায়ক হোক না কেন একদিন যে কেউ তার শিকার হতে পারে। তিনি বলেন, আমার বিশ্বাস যতোই ষড়যন্ত্র হোক দেশের মানুষ কখনই অগ্র-সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর কাছে মাথানত করবে না। কারণ দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে এই গোষ্ঠীর সঙ্গে কোন আপোস করা যাবে না। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শিরীন নাঈম, জয়ন্ত কুমার দেব সহ ভিকারুন্নেসা নুন স্কুল এ্যান্ডকলেজও টিএ্যান্ডটি স্কুল এ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
×