ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধ: আলামতসহ ১৭ জনের অভিযোগ গঠন পেছাল

প্রকাশিত: ০১:০৬, ২২ জানুয়ারি ২০১৮

যুদ্ধাপরাধ: আলামতসহ ১৭ জনের অভিযোগ গঠন পেছাল

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় এক আসামিকে আদালতে হাজির করতে না পারায় মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের মহেশখালীর সালামত উল্লাহ খানসহ ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পিছিয়েছে। সোমবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারকের ট্রাইব্যুনাল ২৬ ফেব্রুয়ারি ফের আদেশের জন্য রাখে। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর রানা দাসগুপ্ত; আসামিদের পক্ষে আব্দুস সোবহান তরফদার ও আব্দুস সাত্তার পলোয়ান। পরে প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, “এ মামলাটি আজ অভিযোগ গঠনের আদেশের জন্য ছিল। কিন্তু গ্রেপ্তার ৫ আসামির মধ্যে আসামি রশিদ মিয়া অসুস্থ হয়ে হাসপাতালে থাকায় সে আদেশ হয়নি।”গ্রেপ্তার পাঁচ আসামি ও পলাতক ১২ আসামির পক্ষে রাষ্ট্রনিয়োজিত আইনজীবী আব্দুস সাত্তার পলোয়ান বলেন, রশিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। “যেহেতু তিনি শর্তসাপেক্ষে জামিনে আছেন, তাই আদালতের নির্ধারিত দিনে উপস্থিত হতে না পারলে তার জামিন বাতিল হয়ে যাবে। তাই তার পক্ষে হাজিরার জন্য দরখাস্ত দিয়েছিলাম। আদালত সেটি গ্রহণ করে ২৬ ফেব্রুয়ারি মামলাটি অভিযোগ গঠনের আদেশের জন্য রেখেছেন।”
×