ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি সুতা ও বস্ত্র প্রদর্শনী

প্রকাশিত: ০০:৩৮, ২২ জানুয়ারি ২০১৮

৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি সুতা ও বস্ত্র প্রদর্শনী

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ৩১ জানুয়ারী থেকে ০৩ ফেব্রুয়ারি বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে সুতা ও বস্ত্র প্রদর্শনীর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সকল প্রকার সুতা, ডেনিম, নিটেড ফেব্রিক, ফ্লিস, ইয়ার্ন অ্যান্ড ফাইবার,আর্টিফিসিয়াল লেদার, এ্যামব্রোডারি, বাটন, জিপার, লিনেন ব্র্যান্ডসহ এ্যাপারেল পণ্য প্রদর্শন করা হবে। এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবে বাংলাদেশ, ভারত, কানাডা, মালয়েশিয়া, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রসহ মোট ২১ টি দেশ। ৩৫০ টি প্রতিষ্ঠানের ৪০০ টির বেশি বুথ থাকবে প্রদর্শনীতে। তৈরি পোশাক রপ্তানির ৭৫০০ গার্মেন্টস এবং টেক্সটাইল কারখানার প্রায় ৭৫ শতাংশ ফেব্রিকস আমাদানি করা হয়। উদ্যোক্তারা আশা করছেন,এই প্রদর্শনী বাংলাদেশের গার্মেন্ট শিল্পের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়ক ভূমিকা পালন করবে। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০:৩০ থেকে সন্ধা ৭:৩০ পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ’১৩ তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০১৮ উইন্টার এডিশন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্বের তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রথম স্থানে অবস্থান করছে চীন। কিন্তু শ্রমিকদের মজুরি ও অন্যান্য খরচ বৃদ্ধি পাওয়ায় চীনের বাজারে টান পড়েছে। তাই এখন বাংলাদেশের উচিৎ এই সুযোগ কাজে লাগিয়ে প্রথম স্থানে চলে আসা।
×