ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে কমিউনিটি হেলথ্ প্রোভাইডারদের অবস্থান কর্মসূচী

প্রকাশিত: ০০:২৮, ২২ জানুয়ারি ২০১৮

নরসিংদীতে কমিউনিটি হেলথ্ প্রোভাইডারদের অবস্থান কর্মসূচী

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ সরকারী প্রতিশ্রুতি চাকুরী স্থায়করণ পাঁচ বছরেও বাস্তবায়ন না হওয়াই ফুসে উঠেছে কমিউনিটি হেলথ প্রোভাইডাররা (সিএইচসিপি)। শনিবার থেকে সকল কার্যক্রম বন্ধ করে নরসিংদী সদর উপজেলা অডিটরিয়ামের সামনে চাকুরী জাতীয় করণের দাবীতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করেছে। এদিকে কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশন নরসিংদী শাখার সভাপতি মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন। তিনি বলেন- কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশন এর মধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দেয়া এবং এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য দেশের ডিজিটাল স্বাস্থ্য সেবার কাঠামো সিএইচসিপিদের দ্বারাই নির্মিত এবং পরিচালিত হচ্ছে। তারপরেও নিজেদের ব্যক্তিগত ও পারিবারিক জীবন এক গভীর দুশ্চিন্ত ও হতাশার মাঝে জীবন ধারা অতিবাহিত করছেন কমিউনিটি হেলথ্ প্রোভাইডাররা। তিনি আরো বলেন- সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রী ২০১৩ সালে সামাজিক কর্মকান্ডে সফলতা ও ডিজিটাল স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের সিএইচসিপিদের অগ্রনী ভূমিকা থাকায় চাকুরী স্থায়ী করণের প্রতিশ্রুতি দেওয়া হলেও আজ পর্যন্ত সিএইচসিপিদের চাকুরী স্থায়ীকরণের সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেয়া হয়নি। যার কারণে সিএইচসিপিদের মধ্যে সারা দেশে সাড়ে চার হাজার মুক্তিযোদ্ধা পরিবারসহ তের হাজার কর্মী ইনক্রিমেন্ট, বেতনবৃদ্ধিসহ অন্যান্য মৌখিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছে। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন আরো বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিক, দারিদ্র জন গোষ্ঠির সেবার ভরসাস্থল কমিউনিটি ক্লিনিকের কর্মরত সিএইচসিপিদের চাকুরী জাতীয় করণ না করা পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত থাকবে এবং ২৩ জানুয়ারী মঙ্গলবার জেলা ভিত্তিক কর্মসূচী পালন করা হবে বলে জানান। অবস্থান কর্মসূচীতে এসোসিয়েশনের উপদেষ্টা সোহেল আব্বাস, সহ সভাপতি মোঃ আরিফুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ মিয়া, সদস্য সুকুন্দ চন্দ্র সূত্রধর, সিফাত আক্তার, সোনিয়া আক্তার, ফারজানা বেগমসহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
×