ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শেরপুরে ডক্টরস কোয়ার্টারে চুরির মামলায় গ্রেফতার ২

প্রকাশিত: ০০:০৬, ২২ জানুয়ারি ২০১৮

শেরপুরে ডক্টরস কোয়ার্টারে চুরির মামলায় গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুর জেলা সদর হাসপাতালের ডক্টরস কোয়ার্টারে দুধর্ষ চুরির মামলায় চোরাই ২ লাখ ৩২ হাজার টাকাসহ ২ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে এসআই শুভ্র সাহার নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার পাকুরিয়া চকপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এরা হচ্ছে শহরের শেখহাটি মহল্লার আল কামালের ছেলে মিলন মিয়া (২৩) ও ঢাকলহাটি মহল্লার চান মিয়ার ছেলে শরিফ (২৬)। একইসাথে তাদের হেফাজত থেকে শহরের শেখহাটি আব্দুল আজিজ মদিনা নামে এক শিক্ষকের বাসায় চুরির মামলায় প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ওই তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মিলন ও শরিফ পেশাদার চোর। তারা ডক্টরস কোয়াটার্সসহ দু’টি বাসায় চুরির ঘটনা স্বীকার করেছে। চুরি যাওয়া অন্যান্য মালামালও উদ্ধারে চেষ্টা চলছে। উল্লেখ্য, ১৪ জানুয়ারি রাতে জেলা সদর হাসপাতালের শাপলা কোয়ার্টারে বসবাসকারী এনেস্থেসিয়া বিভাগের কনসালটেন্ট ডাঃ আমেনা রহমানের বাসার রান্নাঘরের জানালার গ্রীল কেটে দুর্বৃত্তরা ৪ লাখ ৩৫ হাজার টাকাসহ কিছু স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ওই ঘটনায় দৈনিক জনকণ্ঠে একটি খবর প্রকাশিত হলে তৎপর হয়ে উঠে পুলিশ।
×