ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় চোরাই গরু উদ্ধার করতে গিয়ে পুলিশের উপর হামলা

প্রকাশিত: ০০:০৫, ২২ জানুয়ারি ২০১৮

গাইবান্ধায় চোরাই গরু উদ্ধার করতে গিয়ে পুলিশের উপর হামলা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে চোরাই গরু উদ্ধার করতে গিয়ে পুলিশের উপর হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত এবং পুলিশের গুলিতে একজন গুলিবিদ্ধ হয়। এসময় পার্শ্ববর্তী বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর গ্রামের জাহিদুল ইসলামের বাড়ি থেকে ১০টি গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ১ মহিলাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাড়ির মালিক জাহিদুল ইসলাম পলাতক রয়েছে। গাইবান্ধা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, অভিযোগের ভিত্তিতে গাইবান্ধা থানার পুলিশ সোমবার ভোরে সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে চোরাই গরু উদ্ধার করতে যায়। এসময় ১০টি চোরাই গরু উদ্ধার করে নিয়ে আসার সময় সংঘবদ্ধ গরু চোররা পুলিশের উপর হামলা চালায়। এতে পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট ও ৬ রাউন্ড গুলি বর্ষণ করলে গরু চোর আবু তাহেরের পায়ে গুলি লাগে। গরু চোরদের হামলায় মশিউর রহমান ও এরশাদ হোসেন নামের দুই পুলিশ আহত হয়। পুলিশ আবু তাহের, তার স্ত্রী হালিমা বেগম ও আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে। এব্যাপারে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
×