ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পঁজিবাজারে লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে

প্রকাশিত: ২৩:৩২, ২২ জানুয়ারি ২০১৮

পঁজিবাজারে লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে মোট ৫০২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ১৫৮ কোটি ৭ লাখ টাকা বেশি। রবিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৪৪ কোটি ৩৫ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১২৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের উত্থানে লেনদেন শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৪২৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৮৫ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : স্কয়ার ফার্মা, ইফাদ অটো, গ্রামীন ফোন, গোল্ডেন হার্ভেস্ট, বিবিএস কেবল, প্যারামাউন্ট টেক্সটাইল, লঙ্কাবাংলা ফাইনান্স, ন্যাশনাল টিউব, বে´িমকো ফার্মা ও সিটি ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : উসমানিয়া গ্লাস, তাকাফুল ইন্স্যুরেন্স, বিডি অটোকার, বিবিএস কেবল, নাহি এ্যালুমিনিয়াম, ডেফোডিল কম্পিউটার, সায়হাম টেক্সটাইল, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড এবং আইসিবি ৩য় এনআরবি। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : দেশবন্ধু পলিমার, সোনারগাঁও টেক্সটাইল, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড, জুট স্পিনার্স, শাইনপুকুর সিরামিক, ইমাম বাটন, দুলামিয়া কটন, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, সাভার রিফ্যাক্টরীজ ও ইস্টার্ন লুব্রিক্যান্টস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২১ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ১৪৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : স্কয়ার ফার্মা, সাইফ পাওয়ার টেক, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীন ফোন, ইফাদ অটো, বিএসআরএম স্টিল, বিবিএস কেবল, ডরিন পাওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল ও বে´িমকো।
×