ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

১ মাসে ৩৫ মোটরসাইকেল চুরি

বাঁশখালীতে মোটর সাইকেল চোর চক্র বেপরোয়া

প্রকাশিত: ২৩:৩২, ২২ জানুয়ারি ২০১৮

বাঁশখালীতে মোটর সাইকেল চোর চক্র বেপরোয়া

জোবাইর চৌধুরী, নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মোটর সাইকেল চোর চক্রের সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে। গত ১ মাসে উপজেলার বিভিন্ন এলাকা হতে অন্তত ৩৫টি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটিয়েছে এ চক্র। চোর চক্রের সদস্যদের হাত থেকে রেহায় পাচ্ছেনা সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাধারণ মানুষসহ পুলিশ সদস্যদের ব্যবহৃত মোটর সাইকেল। ভুক্তভোগীরা মোটর সাইকেল চুরির ঘটনায় থানায় মামলা করতে গেলে না নেয়ার অভিযোগ করছে পুলিশের বিরুদ্ধে। তাছাড়া এ সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে পৌরসদর সহ বিভিন্ন এলাকায় চুরির সাথেও সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ সিন্ডিকেট নিয়ন্ত্রণে রয়েছে কতিপয় রাজনৈতিক দলের নেতা ও প্রভাবশালী মহল। সবশেষ ২০ জানুয়ারি শনিবার উপজেলা সদরের মাছবাজার এলাকার সুভাস বিল্ডিংয়ের নিচ তলা হতে থানা পুলিশের এস.আই উৎপল চক্রবর্ত্তীর ব্যবহৃত এপাসি-আর-টি-আর যার নং-চট্টমেট্টো ল-১৩১৫৮৯ লাল রঙের মোটর সাইকেলটি চুরি করে নিয়ে গেছে চক্রের সদস্যরা। এর পূর্বেও থানা পুলিশের এস.আই দেবব্রত ভট্টাচার্য ও কনস্টেবল একাম উদ্দীনের ব্যবহৃত মোটর সাইকেলও চোর চক্রের সদস্যরা চুরি করে নিয়ে যায়। সব মিলিয়ে চোর চক্রের সদস্যদের বেপরোয়া তান্ডবের ফলে অতিষ্ট হয়ে উঠেছে সাধারণ মানুষ। এ ব্যাপারে সোমবার (২২ জানুয়ারি) থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, মোটর সাইকেল চোর সিন্ডিকেটের সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া ইতোপূর্বে এ চক্রের অনেক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান। স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার পৌরসদর সহ ১৪টি ইউনিয়নের সাধারণ মানুষের ব্যবহৃত মোটর সাইকেল চুরির ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া মোটর সাইকেল চোর সিন্ডিকেট সদস্যরা রাজনৈতিক ছত্র ছায়ায় তাদের কর্মকন্ড নির্বিঘেœ চালাচ্ছে। এ চক্রের বিরুদ্ধে থানা পুলিশও তেমন কোন ব্যবস্থা গ্রহণ করেন না। যার ফলে বেপরোয়া হয়ে উঠেছে মোটর সাইকেল চোর সিন্ডিকেট। চোর চক্রের হাত থেকে রেহায় পাচ্ছে না পুলিশের ব্যবহৃত মোটর সাইকেলও। তাদের রয়েছে মোটর সাইকেল চুরির অত্যাধুনিক সরঞ্জাম। যার ফলে অনায়াসে মোটর সাইকেল চুরির হার বৃদ্ধি পাচ্ছে বলে ভুক্তভোগীরা জানান। এদিকে মোটর সাইকেল চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্থরের কর্মকর্তারা উদ্বিঘ্ন।
×