ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কঙ্গোতে প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে নিহত ৬

প্রকাশিত: ১৯:০৫, ২২ জানুয়ারি ২০১৮

কঙ্গোতে প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে নিহত ৬

অনলাইন ডেস্ক ॥ কঙ্গোতে প্রেসিডেন্ট জোসেপ কাবিলার বিরোধিতা করে চালানো বিক্ষোভে অন্তত ছয়জন নিহত হয়েছেন। প্রেসিডেন্টের পদত্যাগ চেয়ে বিক্ষোভে অংশ নিয়েছিলেন কঙ্গোর সাধারণ জনগণ। এক বছর আগেই পার হয়ে গেছে প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদ। কিন্তু ক্ষমতা ছাড়ছেন না জোসেপ কাবিলা। তার পদত্যাগ চেয়ে কিনসাহা এলাকায় বিক্ষোভ শুরু হলে তা প্রতিহত করার জন্য কাঁদানে গ্যাস ছুঁড়েছে পুলিশ। ওই এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীও মোতায়েন রয়েছে। বিক্ষোভে বহু মানুষ প্রাণ হারিয়েছে তিন সপ্তাহ আগেও। জাতিসংঘ মিশনের একজন মুখপাত্র জানান, রবিবারের ওই সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন এবং আরো বহু মানুষকে আটক করা হয়েছে। এদিকে বিক্ষোভ নিষিদ্ধ করেছে সরকারি কর্তৃপক্ষ। শনিবার বিকেল থেকেই রাজধানী কিনশাসার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।
×