ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

থাইল্যান্ডে বোমা হামলায় নিহত ৩

প্রকাশিত: ১৯:০০, ২২ জানুয়ারি ২০১৮

থাইল্যান্ডে বোমা হামলায় নিহত ৩

অনলাইন ডেস্ক ॥ থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি বাজারে বোমা হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ১৯ জন আহত হয়েছে। সোমবার সকালে এক মোটরসাইকেল আরোহী এ হামলা চালায়। খবরে বলা হয়, ২০০৪ সাল থেকে মালয়েশিয়া সীমান্তবর্তী থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে থাই শাসনের বিরুদ্ধে বিদ্রোহী তৎপরতায় এখন পর্যন্ত প্রায় ৭ হাজার মানুষ নিহত হয়েছে। আর দেশটির এ অঞ্চলের মানুষ সাংস্কৃতিকভাবেই অনেকটা থাইল্যান্ড বিরোধী। বৌদ্ধ ও মুসলমানদের কাছে জনপ্রিয় ইয়ালা শহরে সকালের একটি বাজারে এই হামলা ছিল বিগত কয়েক মাসের মধ্যে বেসামরিক নাগরিকদের ওপর সন্দেহভাজন জঙ্গিদের প্রথম ভয়াবহ হামলা। জঙ্গিরা তাদের কৌশল পরিবর্তন করেছে বলে ধারণা করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ সদস্য জানান, ইয়ালা শহরের কেন্দ্রস্থলে শুয়োরের মাংস বিক্রির একটি দোকানের সামনে পার্ক করে রাখা সন্দেহজনক ওই মোটরসাইকেল বিস্ফোরণে সেখানে তিনজন নিহত ও ১৯ জন আহত হয়েছে। এএফপি
×