ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আবারও উত্তপ্ত চীন সাগর

প্রকাশিত: ১৮:৪৭, ২২ জানুয়ারি ২০১৮

আবারও উত্তপ্ত চীন সাগর

অনলাইন ডেস্ক ॥ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ চীন সাগর। ঐ অঞ্চলে এক মার্কিন নেভি ডেস্ট্রয়ার দেখা গেছে বলে দাবি করেছে চীনের সরকারি সূত্র। এ ব্যাপারে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন মিসাইল ডেস্ট্রয়ার গুয়ানগন দ্বীপের ১২ নিউট্রিক্যাল মাইলের মধ্যে চলে এসেছে। চীনের মতে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে চীনের সাহায্য চায় আমেরিকা। সেই কারণেই এটি মোতায়েন করা হয়েছে। দুই মার্কিন সরকারী কর্মীও একথা জানিয়েছেন। বলেছেন, গুয়ানগনের ১২ নিউট্রাক্যাল মাইলে রয়েছে মার্কিন রণতরী। তবে আন্তর্জাতিক আইন মেনেই এই রণতরীগুলো অবস্থান করছে বলে জানান তারা। সেগুলো রাখা হয়েছে “ইনোসেন্ট প্যাসেজে”। ১২ নিউট্রিক্যাল মাইল আন্তর্জাতিক স্তরে স্বীকৃত আঞ্চলিক সীমা। মার্কিন মিলিটারির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বজুড়ে তারা “freedom of navigation” অপারেশন চালাচ্ছে। পেন্টাগনের মুখপাত্র লেফটনেন্ট কর্নেল ক্রিস্টোফার লোগান জানিয়েছেন, সব অপারেশন আন্তর্জাতিক আইন মেনে করা হচ্ছে। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বলেছেন, মার্কিন রণতরী চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে চ্যালেঞ্জ করছে।
×