ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাবুলে হোটেলে তালেবান হামলায় ১৪ বিদেশীসহ নিহত ১৮

প্রকাশিত: ০৭:৪৮, ২২ জানুয়ারি ২০১৮

কাবুলে হোটেলে তালেবান হামলায় ১৪ বিদেশীসহ নিহত ১৮

জনকণ্ঠ ডেস্ক ॥ আফগানিস্তানের রাজধানী কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তালেবান হামলায় ১৪ বিদেশীসহ মোট ১৮জন নিহত হয়েছে। শনিবার রাতে পাঁচ হামলাকারীর একটি দল হোটেলটিতে প্রবেশ করে অতিথিদের জিম্মি করে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে কয়েক ঘণ্টার বন্দুকযুদ্ধের পর রবিবার ভোরে শেষ বন্দুকধারীকে হত্যার পর হোটেলটি মুক্ত হয়। খবর বিবিসির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, নিহত ১৪ বিদেশীর মধ্যে ১১ জন আফগানিস্তানের বেসরকারী এয়ারলাইন্স ক্যামএয়ারের কর্মী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, হামলায় আরও ১০ জন আহত হয়েছেন। যাদের মধ্যে ছয়জন নিরাপত্তারক্ষী এবং চারজন বেসামরিক নাগরিক। হোটেল থেকে ৪১ জন বিদেশীসহ মোট ১৫৩ জনকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। কাবুলে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত ছয়তলা হোটেলটি বিদেশীদের কাছে দারুণ জনপ্রিয়। আফগান তালেবান এ হামলার দায় স্বীকার করেছে বলে জানায় দ্য গার্ডিয়ান। তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেন, প্রথমে আমরা বৃহস্পতিবার রাতে কন্টিনেন্টাল হোটেলে হামলার পরিকল্পনা করেছিলাম। কিন্তু সেদিন সেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। যে কারণে আমরা হামলার সময় পিছিয়ে দেই। আমরা চাইনি বেসামরিক লোকজন হতাহত হোক।
×